অর্থ মন্ত্রক
"উইডআউট" নামে প্যান-ইন্ডিয়া অপারেশনের মাধ্যমে ডি.আর.আই ৭২ কোটি টাকা মূল্যের ৭২ কেজি হাইড্রোপনিক আগাছা বাজেয়াপ্ত করেছে
Posted On:
22 AUG 2025 3:42PM by PIB Agartala
নয়াদিল্লি, ২২ আগস্ট,২০২৫: উইডআউট নামে প্যান ইন্ডিয়া অপারেশনের মাধ্যমে রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডি. আর. আই) ভারতে হাইড্রোপনিক আগাছার নতুন মাদক দ্রব্য চোরাচালানের সাথে জড়িত একটি সিন্ডিকেটকে ধ্বংস করে দেয়। গত ২০শে আগস্ট সন্ধ্যায়, বেঙ্গালুরুর ক্রান্তিভেরা সাঙ্গোলি রায়ান্না রেলওয়ে স্টেশন এবং ভোপাল জংশনে ডি. আর. আই-এর আধিকারিকরা একযোগে অভিযান চালায়।


দিল্লির উদ্দেশ্যে রাজধানী এক্সপ্রেস ট্রেনে (২২৬৯১)ওঠা দুই যাত্রীর ব্যাগে তল্লাসী চালিয়ে বেঙ্গালুরুতে ২৯.৮৮ কেজি হাইড্রোপনিক আগাছা উদ্ধার করা হয়েছে। একটি সমন্বিত অভিযানে ভোপাল জংশনে দুই যাত্রীর কাছ থেকে ২৪.১৮৬ কেজি হাইড্রোপনিক আগাছা উদ্ধার করা হয়েছিল যারা গত ১৯ আগস্ট ২০২৫ ইং তারিখে বেঙ্গালুরু থেকে রাজধানী এক্সপ্রেস ট্রেনে উঠে।
এদিকে, সিন্ডিকেটের সহযোগী মাস্টারমাইন্ডকে নয়াদিল্লিতে সনাক্ত করা হয়েছে। তার কাছ থেকে ১ কোটি ২ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।
একটি দ্রুত পদক্ষেপের মাধ্যমে ২০ আগস্ট ২০২৫ ইং তারিখে থাইল্যান্ড থেকে বেঙ্গালুরুতে আগত এক যাত্রীকে ২১ আগস্ট সকালের দিকে বেঙ্গালুরুর একটি হোটেলে আটক করা হয়। তার কাছ থেকে আরও ১৭.৯৫৮ কেজি হাইড্রোপোনিক আগাছা উদ্ধার করা হয়েছিল।
মোট ৭২.০২৪ কেজি হাইড্রোপনিক আগাছা উদ্ধার করা হয়েছে যার মূল্য প্রায় ৭২ কোটি টাকা। নগদ ১.০২ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়। তাদের বিরুদ্ধে এন.ডি.পি.এস আইন, ১৯৮৫ অনুযায়ী মামলা রুজু করা হয়।
সহযোগী মাস্টারমাইন্ড এবং জড়িত পাঁচ যাত্রীকেই গ্রেপ্তার করা হয়। সিন্ডিকেট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কলেজ ড্রপআউট, পার্টটাইম কর্মী বা বেকার যুবকদের কাছে পৌঁছে যেত। এন. ডি. পি. এস আইনে মাদক ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে।
*****
KMD/PS
(Release ID: 2160034)
Visitor Counter : 3