প্রধানমন্ত্রীর দপ্তর
প্রধানমন্ত্রী ন্যাশনাল ক্রিটিকাল মিনারেলস মিশন, মিশন সুদর্শন চক্র, বিকশিত ভারত রোজগার যোজনা, জাতীয় গভীর জল অনুসন্ধানের মতো সরকারের যুগান্তকারী উদ্যোগগুলি তুলে ধরে একটি নিবন্ধ শেয়ার করেছেন।
प्रविष्टि तिथि:
19 AUG 2025 12:45PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৯ আগস্ট ২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একটি নিবন্ধ শেয়ার করেছেন, যেখানে ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেলস মিশন, মিশন সুদর্শন চক্র, বিকশিত ভারত রোজগার যোজনা, জাতীয় গভীর জল অনুসন্ধান এর মতো সরকারের যুগান্তকারী উদ্যোগগুলি তুলে ধরা হয়েছে, যা ভারতকে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির দিকে চালিত করছে এবং বিকশিত ভারতের দিকে দেশের যাত্রা অগ্রসর হচ্ছে।
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরীর লেখা নিবন্ধের বিষয়ে শ্রী মোদী বলেন,
"কেন্দ্রীয় মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী জাতীয় ন্যাশনাল ক্রিটিকাল মিনারেলস মিশন, মিশন সুদর্শন চক্র, বিকশিত ভারত রোজগার যোজনা, জাতীয় গভীর জল অনুসন্ধানসহ সরকারের আরও অনেক যুগান্তকারী উদ্যোগের কথা তুলে ধরেছেন, যা ভারতকে বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির দিকে চালিত করছে এবং বিকশিতা ভারতের দিকে যাত্রা অগ্রসর হচ্ছে।
*****
KMD/PS
(रिलीज़ आईडी: 2158281)
आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English