জলশক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

দেশের জলাভাবে পীড়িত জেলা

Posted On: 18 AUG 2025 2:34PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৮ অগাস্ট, ২০২৫

 


জল রাজ্যের বিষয়, তাই জল সম্পদ বৃদ্ধি, সংরক্ষণ, সমীক্ষা এবং দক্ষ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট রাজ্য সরকারের প্রাথমিক দায়িত্ব। তবে, কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রয়াসে সহায়তা করে প্রযুক্তিগত এবং আর্থিক সাহায্য দিয়ে। 

সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড (সিজিডব্লুবি) এবং রাজ্য সরকারগুলি ২০২২ থেকে প্রতি বছর যৌথভাবে জল নিয়ে সমীক্ষা চালায়। সিজিডব্লুবি-র “ন্যাশনাল কমপাইলেশন অফ ডায়নামিক গ্রাউন্ড ওয়াটার রিসোর্সেস অফ ইন্ডিয়া ২০২৪” প্রতিবেদন অনুযায়ী দেশের ১৯৩টি  ওসিএস (ওভার এক্সপ্লয়টেড, ক্রিটিক্যাল এবং সেমি ক্রিটিক্যাল) জেলার মধ্যে ১০২টি জেলাকে অতিরিক্ত শোষিত বলে চিহ্নিত করা হয়েছে। ২২টি জেলাকে অতি বিপন্ন এবং ৬৯টি জেলাকে আধা বিপন্ন চিহ্নিত করা হয়েছে। পশ্চিমবঙ্গে ১টি জেলা ওসিএস শ্রেণীভুক্ত এবং সেই জেলাটি আধা বিপন্ন।

এছাড়া জলশক্তি মন্ত্রক ২০১৯-এ জলশক্তি অভিযানের সূচনা করেছে। দেশের যে ২৫৬টি জেলায় জলাভাব সেখানে সময় বেঁধে, লক্ষ্য নির্দিষ্ট করে, জল সংরক্ষণে অভিযান চালানোর লক্ষ্য নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ২০২১-এ “জলশক্তি অভিযান : ক্যাচ দ্য রেন”-এর সূচনা করেন। এই অভিযান ছড়িয়ে পড়েছে সারা দেশের সব জেলা, ব্লক এবং পুরসভা জুড়ে। 

জলজীবন মিশনে ১৫০টি জেলার উপর বিশেষ নজর দেওয়া হয়েছে। সিজিডব্লুবি চিহ্নিত ১৫১টি জেলায় বিশেষ নজর দিয়ে “নারী শক্তি সে জলশক্তি” নামে অভিযান চালানো হয়েছে। ২০২৫-এ “জল সঞ্চয় জলভাগিদারী : জনজাগরুকতা কি ওর” থিম নিয়ে জেএসএ : সিটিআর ২০২৫-এ জোর দেওয়া হয়েছে আরও গভীরে তৃণমূল স্তরে আন্তঃক্ষেত্র সমন্বয় এবং উদ্ভাবনী আর্থিক ব্যবস্থার উপর। বিশেষ করে নজর দেওয়া হয়েছে ১৪৮টি জেলায়। জলশক্তি অভিযান ক্যাচ দ্য রেন কর্মসূচিতে ২০২৫-এ পশ্চিমবঙ্গের নদীয়া, ২০২৪-এ ঝাড়গ্রাম, দক্ষিণ দিনাজপুর এবং মালদা এবং ২০২৩-এ বাঁকুড়ায় এই অভিযান চালানো হয়।

জলশক্তি অভিযান রূপায়ণ করতে রাজ্যগুলি এবং স্থানীয় প্রশাসনকে যে সমস্যার মুখোমুখি হতে হয় বিশেষ করে জলাভাব পীড়িত অঞ্চলে তার মোকাবিলায় ভারত সরকার একটি সার্বিক বহুমুখী ব্যবস্থা গ্রহণ করেছে। 

আজ রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন জলশক্তি প্রতিমন্ত্রী শ্রী রাজভূষণ চৌধুরী।

 


SC/AP/SKD


(Release ID: 2157499)
Read this release in: English , Urdu