প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

স্বাধীনতা দিবস ২০২৫ উপলক্ষে ঘোষিত শৌর্য সম্মান

Posted On: 14 AUG 2025 7:56PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ আগস্ট, ২০২৫

 

স্বাধীনতা দিবস ২০২৫ উপলক্ষে সেনাকর্মীদের এইসব শৌর্য সম্মানে ভূষিত করা হয়েছে :

১) সর্বোত্তম যুদ্ধ সেবা মেডেলে ভূষিত ২ জন;
২) কীর্তি চক্রে ভূষিত ৪ জন;
৩) উত্তম যুদ্ধ সেবা মেডেলে ভূষিত ৩ জন;
৪) বীর চক্রে ভূষিত ৪ জন;
৫) শৌর্য চক্রে ভূষিত ৮ জন;
৬) যুদ্ধ সেবা মেডেলে ভূষিত ৯ জন;
৭) বার টু সেনা মেডেলে ভূষিত ২ জন;
৮) সেনা মেডেলে ভূষিত ৫৮ জন;
৯) মেনশন-ইন-ডেসপ্যাচ-এ ভূষিত ১১৫ জন।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন - 
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/aug/doc2025814609001.pdf

 

SC/AC/DM


(Release ID: 2156803)
Read this release in: English , Urdu , Hindi , Gujarati