প্রধানমন্ত্রীর দপ্তর
বিভাজন বিভীষিকা স্মৃতি দিবসে প্রধানমন্ত্রী দেশভাগের ফলে ক্ষতিগ্রস্তদের ধৈর্য ও সহনশীলতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন
Posted On:
14 AUG 2025 8:52PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৪ আগস্ট,২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালন করে ভারতের ইতিহাসের অন্যতম মর্মান্তিক অধ্যায় দেশভাগের সময় অগণিত মানুষ যে বিপুল উত্থান-পতন ও যন্ত্রণা সহ্য করেছেন, তা আন্তরিকভাবে স্মরণ করেছেন।
প্রধানমন্ত্রী দেশভাগের ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ধৈর্য ও সহনশীলতার প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়েছেন, তাদের অকল্পনীয় ক্ষতির মুখোমুখি হওয়ার পরও এখনো তাদের জীবন পুনর্নির্মাণের শক্তি খুঁজে পাওয়ার ক্ষমতাকে স্বীকার করেছেন।
এক্স-এ একটি পোস্টে তিনি বলেছেন,
"ভারত আজ বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালন করে, আমাদের ইতিহাসের সেই মর্মান্তিক অধ্যায়ে অগণিত মানুষের উত্থান ও যন্ত্রণা স্মরণ করে। এটি তাদের ধৈর্যকে সম্মান করারও একটি দিন, যা অকল্পনীয় ক্ষতির মুখোমুখি হবার পরও এখনো জীবন নতুন করে শুরু করার শক্তি খুঁজে পাওয়ার ক্ষমতা প্রদর্শিত হচ্ছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে অনেকেই তাদের জীবন পুনর্নির্মাণ করতে উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। এই দিনটি আমাদের দেশকে একত্রিত করে রাখা সম্প্রীতির বন্ধনকে শক্তিশালী করার জন্য আমাদের স্থায়ী দায়িত্বের একটি অনুস্মারক।"
India observes #PartitionHorrorsRemembranceDay, remembering the upheaval and pain endured by countless people during that tragic chapter of our history. It is also a day to honour their grit...their ability to face unimaginable loss and still find the strength to start afresh.…
— Narendra Modi (@narendramodi) August 14, 2025
*****
KMD/PS
(Release ID: 2156290)