প্রধানমন্ত্রীর দপ্তর
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ফসল বীমা, মৃত্তিকা স্বাস্থ্য কার্ড, প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর এবং আধুনিক সেচের মাধ্যমে সরকারের কৃষক-বান্ধব পদক্ষেপের উপর একটি নিবন্ধ শেয়ার করেছেন, যা জীবিকাকে শক্তিশালী করেছে, উৎপাদনশীলতা বাড়িয়েছে এবং ভারতের কৃষি ক্ষেত্রে স্থিতিস্থাপকতা নিশ্চিত করেছে
Posted On:
12 AUG 2025 12:33PM by PIB Agartala
নয়াদিল্লি, ১২ আগস্ট, ২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যসভার সাংসদ শ্রী সতনাম সিং সান্ধুর একটি নিবন্ধ শেয়ার করেছেন, যেখানে ফসল বীমা, মৃত্তিকা স্বাস্থ্য কার্ড, প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর এবং আধুনিক সেচের মাধ্যমে সরকারের কৃষক-বান্ধব দৃষ্টিভঙ্গি কীভাবে জীবিকাকে শক্তিশালী করেছে, উৎপাদনশীলতা বৃদ্ধি করেছে এবং ভারতের কৃষি ক্ষেত্রে স্থিতিস্থাপকতা নিশ্চিত করেছে তা তুলে ধরা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি এক্স পোস্টে বলা হয়েছে,
"এই অন্তর্দৃষ্টিপূর্ণ নিবন্ধে সতনাম সিং সান্ধু জী তুলে ধরেছেন যে, কীভাবে ফসল বীমা, মৃত্তিকা স্বাস্থ্য কার্ড, প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর এবং আধুনিক সেচের মাধ্যমে সরকারের কৃষক বান্ধব দৃষ্টিভঙ্গি, জীবিকা নির্বাহকে শক্তিশালী করেছে, উৎপাদনশীলতা বাড়িয়েছে এবং ভারতের কৃষি ক্ষেত্রে স্থিতিস্থাপকতা নিশ্চিত করেছে।"
In this insightful read, @satnamsandhuchd Ji highlights how the Government's farmer-first approach, through crop insurance, soil health cards, direct benefit transfers and modern irrigation, has strengthened livelihoods, enhanced productivity and ensured resilience in India’s… pic.twitter.com/8vHLRcwQri
— PMO India (@PMOIndia) August 12, 2025
*****
KMD/ PS
(Release ID: 2155425)