প্রধানমন্ত্রীর দপ্তর
প্রধানমন্ত্রী ২০৪৭ সালের মধ্যে "সিকল সেল রোগমুক্ত ভারত" এর লক্ষ্যে যুগান্তকারী উদ্যোগের বিষয়ে একটি নিবন্ধ শেয়ার করেছেন
Posted On:
12 AUG 2025 12:35PM by PIB Agartala
নয়াদিল্লি, ১২ আগস্ট,২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জগৎ প্রকাশ নাড্ডার একটি নিবন্ধ শেয়ার করেছেন, যেখানে ২০৪৭ সালের মধ্যে "সিকল সেল মুক্ত ভারত" গড়ে তোলার লক্ষ্যে এক যুগান্তকারী উদ্যোগের কথা বলা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে 'এক্স' এ একটি পোস্টে বলা হয়েছে,
"জিনগত রোগ মোকাবিলা থেকে শুরু করে সমতা ও মানবিক মর্যাদা নিশ্চিত করা পর্যন্ত, ভারতের জাতীয় সিকল সেল অ্যানিমিয়া নির্মূল মিশন জনস্বাস্থ্যের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করেছে।
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জে পি নাড্ডা ২০৪৭ সালের মধ্যে ভারতকে সিকল সেল রোগমুক্ত করার লক্ষ্যে এক যুগান্তকারী উদ্যোগের কথা লিখেছেন।"
From tackling a genetic disorder to ensuring equity and dignity, India’s National Sickle Cell Anaemia Elimination Mission marks a new era in public health.
Union Minister Shri @JPNadda writes on this landmark initiative aiming for a Sickle Cell Disease-free India by 2047, a… https://t.co/iAc0Ft89V3
— PMO India (@PMOIndia) August 12, 2025
*****
KMD/PS
(Release ID: 2155423)