পর্যটনমন্ত্রক
azadi ka amrit mahotsav

জনজাতি পর্যটন সার্কিটের উন্নয়ন

Posted On: 11 AUG 2025 6:09PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ অগাস্ট, ২০২৫

 

বিভিন্ন পর্যটন স্থানের উন্নয়নের দায়িত্ব প্রাথমিকভাবে সংশ্লিষ্ট রাজ্য সরকার/কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের। তবে পর্যটন মন্ত্রকের কেন্দ্রীয় প্রকল্প স্বদেশ দর্শন, স্বদেশ দর্শন ২.০, প্রসাদ প্রভৃতির আওতায় দেশ জুড়ে পর্যটন পরিকাঠামো উন্নয়নের প্রয়াস চালানো হচ্ছে। এর অঙ্গ হিসেবে জনজাতি অধ্যুষিত অঞ্চলগুলিতে পর্যটন সার্কিট গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট রাজ্য সরকার/কেন্দ্রশাসিত অঞ্চলকে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। 

তহবিলে অর্থের জোগান, প্রকল্পের নির্দেশিকা, সংশ্লিষ্ট রাজ্য সরকার/কেন্দ্রশাসিত অঞ্চলের জমা দেওয়া বিস্তারিত প্রকল্প প্রতিবেদন প্রভৃতির ওপর ভিত্তি করে এই অর্থ সহায়তা করা হয়। 

এছাড়া “রাজ্যগুলিকে মূলধনী বিনিয়োগের জন্য বিশেষ সাহায্য” প্রকল্পের আওতায় ভারত সরকার পর্যটন প্রকল্পগুলির উন্নয়নে রাজ্যগুলিকে অর্থসাহায্য করে। 

২০১৪-১৫ সালে স্বদেশ দর্শন প্রকল্পের সূচনা হয়েছে। এর অঙ্গ হিসেবে জনজাতি পর্যটন সার্কিটের উন্নয়ন ঘটানো হচ্ছে। এর লক্ষ্য হল, বিভিন্ন অঞ্চলের আদিবাসীদের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও শিল্পকলা পর্যটকদের সামনে তুলে ধরা। 

জনজাতি এলাকার পর্যটনের প্রসারে পর্যটন মন্ত্রক সম্প্রতি নির্দেশিকা জারি করেছে। এছাড়া প্রধানমন্ত্রী জন জাতীয় উন্নত গ্রাম অভিযান প্রকল্পের আওতায় জনজাতি এলাকায় হোম-স্টে স্থাপনে উৎসাহ দেওয়া হচ্ছে। 

এই উদ্যোগের লক্ষ্য হল, জনজাতি এলাকায় ১০০০টি হোম-স্টে গড়ে তোলা। এ জন্য গ্রামীণ গোষ্ঠীগুলির প্রয়োজনে ৫ লক্ষ টাকা পর্যন্ত, প্রতি পরিবারে ২টি নতুন ঘর তৈরির জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত এবং প্রতি পরিবারে ঘরের মেরামতির জন্য ৩ লক্ষ টাকা পর্যন্ত দেওয়ার সংস্থান রয়েছে। তবে এখনও পর্যন্ত এই প্রকল্পে কোনও অর্থ মঞ্জুর করা হয়নি।

পর্যটন মন্ত্রক জনজাতি এলাকা সহ বিভিন্ন স্থানে পর্যটনের প্রসারে উদ্যোগ নিয়ে চলেছে। এই সংক্রান্ত মেলা, উৎসব, প্রদর্শনী প্রভৃতির আয়োজনে এবং ওয়েবসাইট তৈরির জন্য সাহায্য করা হচ্ছে। 

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই তথ্য জানিয়েছেন। 

 


SC/SD/NS


(Release ID: 2155410) Visitor Counter : 9