পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক
azadi ka amrit mahotsav

১০০% এফডিআই, নতুন স্টেশন এবং নীতিগত সংস্কারের মাধ্যমে এলএনজি ব্যবহার বৃদ্ধি করছে সরকার

Posted On: 07 AUG 2025 5:20PM by PIB Agartala

নতুন দিল্লি, ০৭ আগষ্ট, ২০২৫: দেশে প্রাকৃতিক গ্যাসের চাহিদা মেটানো হয় অভ্যন্তরীণভাবে প্রাকৃতিক গ্যাস উৎপাদনের পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করার মাধ্যমে। সরকার গ্যাস-ভিত্তিক অর্থনীতির প্রবৃদ্ধিকে সমর্থন করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে রয়েছে বিভিন্ন ক্ষেত্রে এলএনজির প্রাপ্যতা বৃদ্ধি করা। এর মধ্যে রয়েছে, এলএনজি টার্মিনাল, এলএনজি আমদানির জন্য ওপেন জেনারেল লাইসেন্সিং (ওজিএল) বিভাগ ইত্যাদি সহ এলএনজি পরিকাঠামো স্থাপনের জন্য ১০০% স্বয়ংক্রিয় রুটের অধীনে ১০০% বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) অনুমোদন করা। আজ অবধি, আটটি (৮)টি এলএনজি পুনঃগ্যাসিফিকেশন টার্মিনাল কার্যকর রয়েছে যার ক্ষমতা প্রায় ৫২.৭ মিলিয়ন মেট্রিক টন প্রতি বছর (এমএমটিপিএ)।

সরকার গোল্ডেন কোয়াড্রিলেটারাল, জাতীয় মহাসড়ক, পূর্ব-পশ্চিম মহাসড়ক, উত্তর-দক্ষিণ মহাসড়ক এবং ভারতের প্রধান খনিজ ক্লাস্টারগুলিতে এলএনজি স্টেশন স্থাপনের উদ্যোগ গ্রহণ করছে। রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস কোম্পানিগুলি এখনও পর্যন্ত ১৩টি এলএনজি খুচরা স্টেশন চালু করেছে। এছাড়াও, বেসরকারি সংস্থার মালিকানাধীন ১৬টি এলএনজি খুচরা স্টেশনও চালু রয়েছে।

পরিবহন জ্বালানি হিসেবে এলএনজির ব্যবহার বৃদ্ধির জন্য গৃহীত পদক্ষেপগুলি নিম্নরূপ: সরকার কর্তৃক এলএনজিকে পরিবহন জ্বালানি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এলএনজি যানবাহনের নির্গমন মানও এই বিষয়ে অবহিত করা হয়েছে।

সরকার স্ট্যাটিক অ্যান্ড মোবাইল প্রেসার ভেসেল (আনফায়ারড) (সংশোধন) বিধিমালা, ২০২৫ সংশোধন করেছে যাতে স্পার্ক ইগনিশন ইঞ্জিন বা কম্প্রেশন ইগনিশন ধরণের অভ্যন্তরীণ জ্বলন ইঞ্জিন ধারণকারী এলএনজি জ্বালানিচালিত যানবাহনগুলিকে বিপজ্জনক এলাকায়, রেলওয়ে, খনি, জলপথ, পরীক্ষাগার ইত্যাদি পরিবহন-বহির্ভূত ক্ষেত্রে এলএনজি মোবাইল বিতরণকারী প্রতিষ্ঠানগুলিতে পরিচালনার অনুমতি দেওয়া হয়।

পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ড (পিএনজিআরবি) ২০২০ সালে একটি বিজ্ঞপ্তি জারি করেছে যেখানে তারা পিএনজিআরবি-র সিজিডি অনুমোদন নির্বিশেষে একটি প্রতিষ্ঠানকে এলএনজি আরও (খুচরা আউটলেট) স্থাপনের অনুমতি দিয়েছে। (তবে, এটি কেবল পরিবহন খাতে তরল অবস্থায় এলএনজি বিতরণের জন্য এলএনজি স্টেশন স্থাপন এবং পরিচালনার ক্ষেত্রে প্রযোজ্য)।

পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস মন্ত্রকের রাজ্যমন্ত্রী শ্রী সুরেশ গোপী আজ লোকসভায় এক লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন।

*****

KMD/DM


(Release ID: 2154009)
Read this release in: English