বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

সংসদের প্রশ্ন : বজ্র কর্মসূচি রূপায়ণের পরিস্থিতি

Posted On: 06 AUG 2025 6:08PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৬ অগাস্ট, ২০২৫

 

এ পর্যন্ত ভিজিটিং অ্যাডভান্সড জয়েন্ট রিসার্চ (ভিএজেআরএ) কর্মসূচিতে পশ্চিমবঙ্গে কোন বছরে কত জন লিঙ্গ ভিত্তিক গবেষক অংশ নিয়েছেন তা নিম্নরূপ-

২০১৭-১৮য় একটি বজ্র প্রকল্প অনুমোদিত হয়েছে সেটি পুরুষদের জন্য। ২০১৯-২০-তে একটি পুরুষদের জন্য বজ্র প্রকল্প অনুমোদিত হয়েছে। ২০২২-২৩-এ মহিলাদের জন্য একটি, ২০২৩-২৪-এ পুরুষদের জন্য একটি প্রকল্প বরাদ্দ হয়েছে।

লোকসভায় আজ লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় স্বাধীন দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞান ও প্রযুক্তি, পৃথ্বী বিজ্ঞান প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিমন্ত্রী, কর্মীবর্গ, গণ-অভিযোগ, অবসরভাতা, পারমাণবিক শক্তি দপ্তর এবং মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং।


SC/AP/NS


(Release ID: 2153639)
Read this release in: English , Urdu , Hindi