রেল মন্ত্রক
উত্তর-পূর্বাঞ্চলে রেল পরিকাঠামোর উন্নয়নে ৭৭৭ কিলোমিটার দীর্ঘ ১২টি নতুন প্রকল্প নেওয়া হয়েছে, যার জন্য ব্যয় হবে ৬৯,০০০ কোটি টাকারও বেশি
Posted On:
06 AUG 2025 7:03PM by PIB Agartala
নয়াদিল্লি, ০৬ আগষ্ট ২০২৫: উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত রেল নেটওয়ার্কের লাইনের ক্ষমতা বৃদ্ধি এবং সম্প্রসারণের জন্য, সম্পূর্ণ/আংশিকভাবে ৬৯,৩৪২ কোটি ব্যয়ে মোট ৭৭৭ কিলোমিটার দৈর্ঘ্যের ১২টি রেল প্রকল্প (০৮টি নতুন লাইন, ০৪টি দ্বিগুণকরণ) অনুমোদিত হয়েছে, যার মধ্যে ২৭৮ কিলোমিটার দৈর্ঘ্য চালু করা হয়েছে এবং ২০২৫ সালের মার্চ পর্যন্ত ৪১,৬৭৬ কোটি টাকা ব্যয় করা হয়েছে।
উপরন্তু, গত তিন বছরে অর্থাৎ ২০২২-২৩, ২০২৩-২৪, ২০২৪-২৫ এবং চলতি অর্থবছরে, প্রধানমন্ত্রী গতি শক্তি এনএমপির অধীনে উত্তর-পূর্ব অঞ্চলে সম্পূর্ণ/আংশিকভাবে ১৭৯০ কিলোমিটার দৈর্ঘ্যের ১৭টি জরিপ (১৩টি নতুন লাইন এবং ৪টি দ্বিমুখীকরণ) অনুমোদন করা হয়েছে।
ডিপিআর তৈরির পর, প্রকল্প অনুমোদনের জন্য রাজ্য সরকার সহ বিভিন্ন অংশীদারদের সাথে পরামর্শ এবং নীতি আয়োগ, অর্থ মন্ত্রক ইত্যাদির মূল্যায়নের জন্য অনুমোদন প্রয়োজন। যেহেতু প্রকল্প অনুমোদন একটি ধারাবাহিক এবং গতিশীল প্রক্রিয়া, তাই সঠিক সময়সীমা নির্ধারণ করা যায় না।
একইভাবে, উত্তর-পূর্ব রেলওয়েতে রেল নেটওয়ার্কের লাইন ক্ষমতা বৃদ্ধি এবং সম্প্রসারণের জন্য, ০১.০৪.২০২৫ তারিখ পর্যন্ত, মোট ১,২৫৩ কিলোমিটার দৈর্ঘ্যের ১৭টি রেলওয়ে পরিকাঠামো প্রকল্প (০৮টি নতুন লাইন, ০১টি গেজ রূপান্তর এবং ০৮টি দ্বিগুণকরণ) অনুমোদিত হয়েছে, যার ব্যয় ২০,৪৬৬ কোটি টাকা, যার মধ্যে ৩৫৪ কিলোমিটার দৈর্ঘ্য চালু করা হয়েছে এবং ২০২৫ সালের মার্চ পর্যন্ত ১০,৪৮৬ কোটি টাকা ব্যয় করা হয়েছে।
গত তিন বছর (২০২২-২০২৩, ২০২৩-২০২৪, ২০২৪-২০২৫) এবং চলতি আর্থিক বছরে উত্তর-পূর্ব রেলওয়েতে মোট ১৮৭৮ কিলোমিটার দৈর্ঘ্যের ৪৬টি জরিপ (৫টি নতুন লাইন, ২টি গেজ রূপান্তর এবং ৩৯টি দ্বিগুণকরণ) অনুমোদিত হয়েছে।
রেল প্রকল্পের সমাপ্তি বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে যেমন রাজ্য সরকারের দ্রুত জমি অধিগ্রহণ, বন বিভাগের কর্মকর্তাদের বন ছাড়পত্র, লঙ্ঘনকারী ইউটিলিটি স্থানান্তর, বিভিন্ন কর্তৃপক্ষের কাছ থেকে আইনগত ছাড়পত্র, এলাকার ভূতাত্ত্বিক এবং ভূ-প্রাকৃতিক অবস্থা, প্রকল্প এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নির্দিষ্ট প্রকল্প স্থানের জন্য বছরে কর্মমাসের সংখ্যা ইত্যাদি। এই সমস্ত বিষয়গুলি প্রকল্পের সমাপ্তির সময় এবং ব্যয়কে প্রভাবিত করে।
আজ লোকসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় রেল, তথ্য ও সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব এই তথ্য প্রদান করেছেন।
*****
KMD/DM
(Release ID: 2153621)