প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

দেশকে কর্তব্য ভবন উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী

Posted On: 06 AUG 2025 3:28PM by PIB Agartala

নতুন দিল্লি, ০৬ আগষ্ট, ২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কর্তব্য ভবন দেশের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন৷ এটিকে জনসেবার প্রতি অটল সংকল্প এবং নিরন্তর প্রচেষ্টার প্রতীক বলে অভিহিত করেছেন তিনি৷

সামাজিক মাধ্যম এক্স এ তিনি বলেন, কর্তব্য ভবন কেবল নীতি ও পরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সহায়তা করবে না বরং দেশের উন্নয়নে নতুন গতিও যোগাবে।

শ্রী মোদী বলেন, কর্তব্য ভবন একটি উন্নত ও আত্মনির্ভর ভারত গড়ে তোলার আমাদের অঙ্গীকারকে প্রতিফলিত করে। আজ,দেশ আমাদের শ্রমযোগীদের অক্লান্ত পরিশ্রম এবং দৃঢ় সংকল্প প্রত্যক্ষ করেছে যারা এটিকে রূপ দিয়েছেন। তিনি তাদের সাথে আলাপচারিতায় আনন্দও প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে, পরিবেশ সুরক্ষার প্রতি পূর্ণ মনোযোগ দিয়ে ভবনটি তৈরি করা হয়েছে।

এই উপলক্ষে, প্রধানমন্ত্রী কর্তব্য ভবন প্রাঙ্গণে একটি চারাগাছও রোপণ করেছেন।

*****

KMD/DM


(Release ID: 2153113)
Read this release in: English