প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

জন ধন যোজনা কীভাবে দরিদ্রতম মানুষের কাছে আর্থিক পরিষেবার পৌঁছে দিয়েছে, সেই বিষয়ে একটি নিবন্ধ শেয়ার করেছেন প্রধানমন্ত্রী

Posted On: 05 AUG 2025 12:47PM by PIB Agartala

নয়াদিল্লী, ৫ আগস্ট ২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কীভাবে প্রধানমন্ত্রী জন ধন যোজনা দরিদ্রতম মানুষের কাছে আর্থিক পরিষেবা পৌঁছে দিয়েছে, সেই বিষয়ে একটি নিবন্ধ শেয়ার করেছেন। শ্রী মোদি আরও বলেছেন, ব্যাঙ্কিং পরিষেবা থেকে এ যাবৎ বঞ্চিতদের কাছে তা পৌঁছে দেওয়া, দরিদ্র মানুষের মর্যাদা রক্ষা, স্বনির্ভরতা এবং আর্থিক অন্তর্ভুক্তির প্রসারিত করেছে।

এক্স-এর একটি পোস্টে, প্রধানমন্ত্রী দপ্তর বলেছে;

“প্রধানমন্ত্রী জন ধন যোজনা দরিদ্রতমদের জন্য আর্থিক পরিষেবার তাদের কাছে পৌঁছে দিয়েছে। ব্যাঙ্কিং পরিষেবা থেকে এ যাবৎ বঞ্চিতদের কাছে তা পৌঁছে দেওয়া, দরিদ্র মানুষের মর্যাদা রক্ষা, স্বনির্ভরতা এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তি প্রসারিত করেছে।

@Himani_Sood_ এর এই অন্তর্দৃষ্টিপূর্ণ নিবন্ধটি অবশ্যই পড়ুন”

*****

KMD/SG


(Release ID: 2152482)
Read this release in: English