সংস্কৃতিমন্ত্রক
আরআরআরএলএফ-এর মাধ্যমে অর্থ বরাদ্দ
Posted On:
31 JUL 2025 4:07PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩১ জুলাই, ২০২৫
কলকাতা-ভিত্তিক স্বশাসিত সংস্থা রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনের মাধ্যমে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক দেশের সরকারি গ্রন্থাগারগুলির উন্নয়নে অর্থ বরাদ্দ করে থাকে। এর মধ্যে রয়েছে – গ্রন্থাগারগুলির সম্পদের সমৃদ্ধিকরণ, আসবাবপত্র সংগ্রহ, গ্রন্থাগার ভবন নির্মাণ, শিশুদের জন্য কর্নার তৈরি, দিব্যাঙ্গ পাঠকদের উপযোগী সুযোগ-সুবিধা তৈরি এবং কম্পিউটার, প্রিন্টার ও পরিকাঠামোর উন্নতির মাধ্যমে গ্রন্থাগারগুলির পরিষেবার আধুনিকীকরণ। সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির গ্রন্থাগার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে এইসব প্রকল্প রূপায়িত করা হয়। সংশ্লিষ্ট রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির গ্রন্থাগার কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে আর্থিক সহায়তা বরাদ্দ করা হয়ে থাকে।
২০১৪-১৫ অর্থবর্ষে আরআরআরএলএফ-এর বিভিন্ন প্রকল্পে পশ্চিমবঙ্গের ৫,৪৭৪টি গ্রন্থাগারের জন্য অনুমোদন করা হয়েছিল ১০,৭৯, ৬৯, ২২৬ টাকা। এর মধ্যে পাওয়া গেছে ৯,৮৬,৯৬,২২৩ টাকা। অন্যদিকে, ২০২৪-২৫ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের ৩টি গ্রন্থাগারের জন্য অনুমোদন করা হয়েছিল ৭,৫০,০০০ টাকা। এর মধ্যে পাওয়া গেছে ৫,৬২,৫০০ টাকা।
জাতীয় গ্রন্থাগার মিশন প্রকল্পের আওতায় থাকা পশ্চিমবঙ্গের গ্রন্থাগারগুলি হ’ল – উল্টোডাঙ্গার পশ্চিমবঙ্গ রাজ্য কেন্দ্রীয় গ্রন্থাগার এবং কোচবিহারের উত্তরবঙ্গ রাজ্য গ্রন্থাগার।
আজ রাজ্যসভায় লিখিত প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।
SC/MP/SB
(Release ID: 2150915)