প্রধানমন্ত্রীর দপ্তর
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ও সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি মহামান্য শেখ মহম্মদ বিন জায়েদ দ্বিপাক্ষিক ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব আরো জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন
Posted On:
31 JUL 2025 12:32PM by PIB Agartala
নয়াদিল্লি, ৩১ জুলাই,২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গতকাল সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি মহামান্য শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
দুই নেতা ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে দ্বিপাক্ষিক ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করতে পারস্পরিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির ইতিবাচক মূল্যায়ন করেছেন এবং উভয় দেশের জনগণের অংশীদারিত্বের সুবিধার জন্য সহযোগিতা আরও উন্নত এবং গভীর করার উপর জোর দিয়েছেন।
মহামান্য শেখ মোহাম্মদ ভারতের ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন এবং জাতির সেবায় তার ধারাবাহিক সাফল্য কামনা করেছেন।
প্রধানমন্ত্রী শ্রী মোদী ভারতের জনগণের প্রতি তার আন্তরিক শুভেচ্ছা ও স্নেহের জন্য সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।
*****
KMD/PS
(Release ID: 2150741)