উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক
azadi ka amrit mahotsav

উত্তর-পূর্বে বিনিয়োগের জন্য চিহ্নিত খাতগুলি

Posted On: 30 JUL 2025 4:18PM by PIB Agartala

নয়াদিল্লি, ৩০ জুলাই ২০২৫: উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক (ডোনার) ‘রাইজিং নর্থইস্ট ইনভেস্টরস সামিট ২০২৫’ আয়োজন করেছে, যার উদ্দেশ্য উত্তর-পূর্বাঞ্চলে বাণিজ্য ও বিনিয়োগকে ত্বরান্বিত করা। এই সম্মেলনে যে ক্ষেত্রগুলোকে বিনিয়োগের জন্য চিহ্নিত করা হয়েছে, সেগুলো হল পর্যটন ও আতিথেয়তা, কৃষি-খাদ্য প্রক্রিয়াকরণ ও সংশ্লিষ্ট ক্ষেত্র, বস্ত্র, হস্ততাঁত ও হস্তশিল্প, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, তথ্যপ্রযুক্তি ও পরিষেবা, বিনোদন ও ক্রীড়া, পরিকাঠামো ও লজিস্টিকস এবং জ্বালানি। রাজ্য সরকারগুলি বিনিয়োগকারীদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে যাতে এই সমঝোতা স্মারকগুলো (মউ) বাস্তবায়ন করা যায়। বিনিয়োগকে সহজ করতে উত্তর-পূর্বের রাজ্য সরকারগুলি একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে— যেমন একক জানালা অনুমোদন ব্যবস্থা, বিনিয়োগের প্রচার সংস্থা তৈরি, ল্যান্ড-ব্যাংক গঠন, বিনিয়োগে প্রণোদনা ইত্যাদি। প্রতিটি রাজ্যে সমঝোতা স্মারক বাস্তবায়নের জন্য একজন নোডাল অফিসারও নিয়োগ করা হয়েছে। এছাড়া, সমঝোতা স্মারকগুলির অগ্রগতি নিয়মিতভাবে ডোনার মন্ত্রক পর্যালোচনা বৈঠকের মাধ্যমে পর্যবেক্ষণ করছে। 

উত্তর-পূর্বাঞ্চলের পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকায় পরিবেশগত ভারসাম্য রক্ষা করে অর্থনৈতিক উন্নয়ন সাধনের জন্য রাজ্য সরকারগুলি কম-কার্বন প্রযুক্তি ও পরিবেশবান্ধব পদ্ধতির গ্রহণকে উৎসাহিত করছে। যেসব প্রকল্পে ক্ষতিকর প্রভাব নেই এবং যেগুলি ‘সবুজ শিল্প’ হিসেবে শ্রেণিবদ্ধ, যা স্থানীয় পরিবেশের উপর ন্যূনতম নেতিবাচক প্রভাব ফেলে— সেসব প্রকল্পকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

আজ লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার এই তথ্য জানিয়েছেন।

*****

KMD/AD


(Release ID: 2150735)
Read this release in: English