কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav

২৫.০৭.২০২৫ পর্যন্ত খরিফ চাষের আওতায় আসা জমি

Posted On: 28 JUL 2025 6:18PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ জুলাই ২০২৫

 

কৃষি ও কৃষককল্যাণ দপ্তর ২৫ জুলাই, ২০২৫ পর্যন্ত খরিফ চাষের আওতায় আসা জমির খতিয়ান প্রকাশ করেছে।

দেখা যাচ্ছে, ধান চাষের আওতায় আসা জমির পরিমাণ ২০২৪-২৫-এর ২১৬.১৬ লক্ষ হেক্টর থেকে বেড়ে হয়েছে ২৪৫.১৩ হেক্টর – বৃদ্ধি ২৮.৯৭ শতাংশ। ডালের ক্ষেত্রে আবাদি জমির পরিমাণ ২০২৪-২৫-এর ৯৮.৯৪ লক্ষ হেক্টর থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯৩.০৫ হেক্টরে। এক্ষেত্রে বৃদ্ধির হার ৩.১১ শতাংশ। মোটা দানাশস্য চাষের আওতায় জমির পরিমাণ ১৯৫.৯৭ লক্ষ হেক্টর থেকে বেড়ে ১৬০.৭২ লক্ষ হেক্টরে দাঁড়িয়েছে – বৃদ্ধির হার ৫.৭৫ শতাংশ। তৈলবীজের ক্ষেত্রে আবাদি জমির পরিমাণ আগের বছরের ১৭০.৭৩ লক্ষ হেক্টর থেকে কমে হয়েছে ১৬৬.৮৯ লক্ষ হেক্টর - হ্রাসের হার ৩.৮৩ শতাংশ। 

 

SC/AC/DM.


(Release ID: 2149631)
Read this release in: Hindi , Punjabi , English , Urdu