গ্রাম উন্নয়ন মন্ত্রক
azadi ka amrit mahotsav

"প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ‘বিমা সখী যোজনা’র ঐতিহাসিক সূচনা": শ্রী শিবরাজ সিং চৌহান

Posted On: 26 JUL 2025 4:26PM by PIB Agartala

নতুন দিল্লি, ২৬ জুলাই, ২০২৫: ‘বিমা সখী যোজনা’-র ঐতিহাসিক সূচনা হয়েছে আজ। জানিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও কৃষিকল্যাণ মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান৷ তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা এই যোজনা চালু করেছি৷ এই যোজনা কেবল নারীর ক্ষমতায়নের জন্যই নয়, বরং ভারতের গ্রামীণ ও আধা-শহুরে অর্থনৈতিক নিরাপত্তা প্রদানের ক্ষেত্রেও একটি বড় পদক্ষেপ। কেন্দ্রীয় সরকার দেশের প্রতিটি নারীকে স্বাবলম্বী এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তিনি৷

শ্রী চৌহান বলেন, ‘২০৪৭ সালের মধ্যে সকলের জন্য বিমা’র লক্ষ্য বাস্তবায়নের জন্য ভারত সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রক ভারতীয় জীবন বীমা কর্পোরেশন (এলআইসি)-এর সাথে একটি গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব গড়ে তুলেছে৷ জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের আর্থিক অন্তর্ভুক্তি উদ্যোগের আওতায়, সারা দেশে স্বনির্ভর গোষ্ঠীর (এসএইচজি) প্রশিক্ষিত মহিলাদের গ্রাম পঞ্চায়েত স্তরে ‘বিমা সখী’ হিসেবে নিযুক্ত করা হবে।

শ্রী চৌহান বলেন, “বিমা সখী যোজনা” মহিলাদের উদ্যোক্তা এবং আর্থিক স্বাধীনতার জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। এটি প্রধানমন্ত্রী মোদীর নির্ধারিত ‘আত্মনির্ভর ভারত’-এর দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের প্রতি আমাদের অঙ্গীকারকে প্রতিফলিত করে”।

তিনি জোর দিয়ে বলেন, এই প্রকল্পের লক্ষ্য গ্রামীণ মহিলাদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন করা। 'বিমা সখি' হয়ে, মহিলারা উদ্যোক্তা এবং আয়ের জন্য নতুন সুযোগ পাচ্ছেন, যা এসডিজি ৫ (লিঙ্গ সমতা) এবং লাখপতি দিদি মিশনের লক্ষ্যগুলিকে সমর্থন করে। তিনি উল্লেখ করেন যে, ১৫ আগস্টের মধ্যে, দেশে লাখপতি দিদির সংখ্যা ভারত জুড়ে ২ কোটি (২০ মিলিয়ন) পৌঁছে যাবে।

মন্ত্রী বলেন, 'বিমা সখি' প্রকল্প কর্মসংস্থান সৃষ্টি এবং মহিলাদের কর্মীদের অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে নগর ও গ্রামীণ উভয় কর্মসংস্থানে একটি নতুন অধ্যায় যুক্ত করছে। এই অন্তর্ভুক্তিমূলক বিমা বাস্তুতন্ত্রের মধ্যে, বিমা সখিরা কেবল বিমা প্রকল্পগুলিতে সুবিধা প্রসারিত করছে না বরং শেষ মাইল পর্যন্ত আস্থা-ভিত্তিক পরিষেবাও সরবরাহ করছেন।

তিনি আরও উল্লেখ করে বলেন, এই উদ্যোগটি মূল সরকারি অগ্রাধিকারের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং জন-ধন সে জন সুরক্ষা, ডিজিটাল ইন্ডিয়া এবং মহিলাদের দক্ষতা উন্নয়নের মতো প্রকল্পগুলিকে শক্তিশালী করবে। দুর্যোগ সুরক্ষায়ও অবদান রাখার পাশাপাশি, এই প্রকল্প দুর্যোগ-প্রবণ এলাকায় গ্রামীণ পরিবারের জন্য আর্থিক ঢাল হিসেবে কাজ করবে।

শ্রী চৌহান বলেন, “বিমা সখীরা কেবল বিমা এজেন্ট নন, বরং সামাজিক পরিবর্তনের পথিকৃৎ। তারা প্রতিটি গ্রামে আর্থিক নিরাপত্তার মশাল বহন করছেন, যার ফলে গ্রামগুলি অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে এবং মহিলারা আরও স্বাবলম্বী হচ্ছে৷’

তিনি সমস্ত রাজ্য এবং অংশীদার সংস্থাগুলিকে এই জনআন্দোলনে যোগদান করতে এবং প্রতিটি গ্রাম এবং প্রতিটি বাড়িতে ‘বিমা সখী যোজনা’ নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন৷

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “বিমা সখী যোজনা” একটি রূপান্তরমূলক আন্দোলন। এর সহায়তায়, আমরা একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক এবং বিমাকৃত ভারত গঠনে একটি শক্তিশালী অবদান রাখব। এই উদ্যোগ আমাদের গ্রামীণ মা ও বোনদের অর্থনৈতিক নিরাপত্তা এবং সামগ্রিক উন্নয়নে নতুন গতি দেবে৷’

*****

KMD/DM


(Release ID: 2149192)
Read this release in: English