প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

ব্রিটেন ও মালদ্বীপ সফরের প্রাক্কালে প্রধানমন্ত্রীর যাত্রাপূর্ব বিবৃতি

Posted On: 23 JUL 2025 1:06PM by PIB Agartala

নয়াদিল্লি, ২৩ জুলাই ২০২৫: আমি ২৩ থেকে ২৬ জুলাই পর্যন্ত ব্রিটেন ও মালদ্বীপ সফরে রওনা হচ্ছি।

ভারত ও ব্রিটেনের মধ্যে একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব রয়েছে, যা সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। আমাদের সহযোগিতার বিস্তৃতি নানা ক্ষেত্রজুড়ে ছড়িয়ে রয়েছে—যার মধ্যে রয়েছে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, উদ্ভাবন, প্রতিরক্ষা, শিক্ষা, গবেষণা, সুস্থায়িত্ব, স্বাস্থ্য এবং জনগণের পারস্পরিক যোগাযোগ। প্রধানমন্ত্রী রাইট অনারেবল স্যার কিয়ার স্টারমার-এর সঙ্গে আমার সাক্ষাতে আমাদের অর্থনৈতিক অংশীদারিত্ব, যা দুই দেশের সমৃদ্ধি, প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পরিচালিত, তাকে আরও দৃঢ় করার সুযোগ থাকবে। আমি এই সফরে মহামহিম রাজা চার্লস-তৃতীয়-এর সঙ্গেও সাক্ষাতের অপেক্ষায় রয়েছি।

এরপর, আমি মালদ্বীপের রাষ্ট্রপতি মহামহিম ড. মোহাম্মদ মুইজ্জুর আমন্ত্রণে সে দেশের স্বাধীনতার ৬০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে মালদ্বীপ সফরে যাব। এই বছরটি আমাদের দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠারও ৬০ বছর পূর্ণ হচ্ছে। রাষ্ট্রপতি মুইজ্জু এবং অন্যান্য রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে আমি বিস্তৃত অর্থনৈতিক ও সামুদ্রিক নিরাপত্তার অংশীদারিত্বের ক্ষেত্রে আমাদের যৌথ দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য সহযোগিতা জোরদার করার অপেক্ষায় রয়েছি।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সফর আমাদের জনগণের জন্য বাস্তব সুফল বয়ে আনবে এবং আমাদের 'প্রতিবেশীই প্রথম' নীতিকে আরও এগিয়ে নিয়ে যাবে।

*****

KMD/AD


(Release ID: 2147218)
Read this release in: English