প্রধানমন্ত্রীর দপ্তর
চন্দ্র শেখর আজাদের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
Posted On:
23 JUL 2025 9:43AM by PIB Agartala
নয়াদিল্লি, ২৩ জুলাই,২০২৫: চন্দ্র শেখর আজাদের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। শ্রী মোদী বলেন, "ভারতের স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকা অত্যন্ত মূল্যবান এবং তিনি আমাদের যুবসমাজকে সাহস ও দৃঢ়তার সঙ্গে ন্যায়ের পক্ষে দাঁড়াতে অনুপ্রাণিত করেছেন।
এক এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন:
"চন্দ্র শেখর আজাদকে তার জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই। তিনি অতুলনীয় বীরত্ব ও ধৈর্যের প্রতীক ছিলেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকা অত্যন্ত মূল্যবান এবং আমাদের যুবসমাজকে সাহস ও প্রত্যয়ের সঙ্গে ন্যায়ের পক্ষে দাঁড়াতে অনুপ্রাণিত করেছেন।"
Tributes to Chandra Shekhar Azad on his birth anniversary. He epitomised unparalleled valour and grit. His role in India’s quest for freedom is deeply valued and motivates our youth to stand up for what is just, with courage and conviction.
— Narendra Modi (@narendramodi) July 23, 2025
*****
KMD/PS
(Release ID: 2147162)