সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী জর্জ কুরিয়ান পি.এম.জে.ভি.কে প্রকল্পের আওতায় দক্ষতা উন্নয়ন কেন্দ্র এবং ছাত্রীবাসের উদ্বোধন করেছেন

Posted On: 19 JUL 2025 10:55AM by PIB Agartala

নয়াদিল্লি, ১৯ জুলাই, ২০২৫: কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী জর্জ কুরিয়ান শুক্রবার কেরলের মালাপ্পুরমের নীলাম্বুরে প্রধানমন্ত্রী জন বিকাশ কার্যক্রম (পি.এম.জে.ভি.কে) প্রকল্পের আওতায় ৭ কোটি ৯২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত দক্ষতা উন্নয়ন কেন্দ্র এবং ৯ কোটি ৯৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত মেয়েদের হোস্টেলের (ছাত্রীবাস) উদ্বোধন করেছেন। দক্ষতা উন্নয়ন কেন্দ্রটি সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় কর্মসংস্থানমুখী শিক্ষার জন্য বিশ্বমানের প্রশিক্ষণ পরিকাঠামোয় গড়ে তোলা হয়েছে।

Hon'ble Union Minister of State for Minority Affairs Shri George Kurian inaugurated a Rs 7.92 Cr Skill Development Centre and a Rs 9.97 Cr Girls Hostel under the #PMJVK scheme at Nilambur, Malappuram, Kerala today.

This centre will provide world-class training infrastructure… pic.twitter.com/jKRMdyBgpQ

— Ministry of Minority Affairs (@MOMAIndia) July 18, 2025

*****

KMD/PS


(Release ID: 2146294)
Read this release in: English