তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
azadi ka amrit mahotsav

দেশব্যাপী মুক্তির আগে নয়াদিল্লিতে এনএফডিসি এবং অনুপম খের প্রোডাকশনের 'তানভি দ্য গ্রেট' -এর প্রিমিয়ার

Posted On: 14 JUL 2025 5:40PM by PIB Agartala

নতুন দিল্লি, ১৪ জুলাই, ২০২৫: অনুপম খের প্রোডাকশনের সহযোগিতায়, ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এনএফডিসি)১৩ জুলাই, নতুন দিল্লির কর্ণট প্লেসের পিভিআর প্লাজায় তাদের সর্বশেষ পূর্ণাঙ্গ চলচ্চিত্র, তানভি দ্য গ্রেট-এর একটি জমকালো রেড-কার্পেট প্রিমিয়ার আয়োজন করেছে, যার প্রদর্শনী শুরু হয় সন্ধ্যা ৭:৩০ মিনিটে।

একটি মর্মস্পর্শী এবং শক্তিশালী গল্প, তানভি দ্য গ্রেট একজন তরুণী অটিস্টিক মহিলার গল্প, যে বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রে দাঁড়ানোর সাহস করে যেখানে তার প্রয়াত বাবা কখনও দাঁড়াতে পারেননি। ছবিটিতে শুভাঙ্গী, অনুপম খের, ইয়ান গ্লেন, পল্লবী যোশী, জ্যাকি শ্রফ, বোমান ইরানি, নাসার, করণ ট্যাকার এবং অরবিন্দ স্বামী গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।

প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী ডঃ রেখা গুপ্ত। এছাড়া, দিল্লি সরকারের মুখ্য সচিব শ্রী ধর্মেন্দ্র, পররাষ্ট্র সচিব শ্রী বিক্রম মিস্রি, এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী সঞ্জয় জাজু, সরকার এবং চলচ্চিত্র জগতের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন৷

চলচ্চিত্রটি ১৮ জুলাই ২০২৫ তারিখে ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে, যা দর্শকদের সকল প্রতিকূলতার বিরুদ্ধে তানভীর এর অসাধারণ বিজয়ের যাত্রা প্রত্যক্ষ করার জন্য আমন্ত্রণ জানাবে।

উল্লেখ্য, জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন লিমিটেড (এনএফডিসি) ভারত সরকার ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত করে যার প্রাথমিক লক্ষ্য ছিল কেন্দ্রীয় সরকারের সময়ে সময়ে নির্ধারিত জাতীয় অর্থনৈতিক নীতি এবং লক্ষ্য অনুসারে ভারতীয় চলচ্চিত্র শিল্পের সমন্বিত এবং দক্ষ উন্নয়নের পরিকল্পনা, প্রচার এবং সংগঠিত করা।

এই প্রিমিয়ারটি আকর্ষণীয় গল্পগুলিকে সমর্থন এবং অর্থপূর্ণ সিনেমাকে লালন করার দৃষ্টিভঙ্গিকে নিশ্চিত করে। পাঁচ দশক ধরে, এনএফডিসি অসাধারণ প্রযোজনা এবং দূরদর্শী সহযোগিতার মাধ্যমে ভারতের সিনেমার ভূদৃশ্য গঠনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এনএফডিসি যখন গর্বের সাথে তার ৫০তম বার্ষিকী উদযাপন করছে, তখন তানভি দ্য গ্রেট বড় পর্দায় অসাধারণ, রূপান্তরকারী গল্পগুলি তুলে আনার জন্য তার অব্যাহত প্রচেষ্টার প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে।

*****

KMD/DM


(Release ID: 2144767)
Read this release in: English