প্রধানমন্ত্রীর দপ্তর
ঘানার জাতীয় সম্মান গ্রহণ করলেন ভারতের প্রধানমন্ত্রী
Posted On:
03 JUL 2025 2:12AM by PIB Agartala
নয়াদিল্লি, ৩ জুলাই, ২০২৫: ঘানার রাষ্ট্রপতি দ্রামানি মাহামা আজ ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ঘানার জাতীয় সম্মান 'অফিসার অব দ্য অর্ডার অব দ্য স্টার অব ঘানা' য় ভূষিত করেছেন। বিশিষ্ট রাষ্ট্রনায়ক হিসেবে এবং প্রভাবশালী বৈশ্বিক নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘানার এই সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়। ১৪০ কোটি ভারতীয়দের পক্ষে এই পুরস্কার গ্রহণ করে প্রধানমন্ত্রী ভারতের যুব সম্প্রদায়ের আকাঙ্ক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্য ও বৈচিত্র্য এবং ঘানা ও ভারতের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের প্রতি এই সম্মান উৎসর্গ করেন।
প্রধানমন্ত্রী শ্রী মোদী এই সম্মানের জন্য ঘানার জনগণ ও সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। দুই দেশের অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ও ঐতিহ্য এই অংশীদারিত্বকে অব্যাহত রাখবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই পুরস্কার দুই দেশের মধ্যে বন্ধুত্বকে আরও গভীর করবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার উপর নতুন দায়িত্ব অর্পণ করবে। ঘানায় তার ঐতিহাসিক সরকারি সফর ভারত-ঘানা সম্পর্ককে নতুন করে গতি সঞ্চার নিশ্চিত করবে বলে প্রধানমন্ত্রী আশা ব্যক্ত করেন।
*****
KMD/PS
(Release ID: 2141770)