স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক
azadi ka amrit mahotsav

আই.সি.এম.আর এবং এইমস-এর ব্যাপক গবেষণায় কোভিড-১৯ টিকা এবং আকস্মিক মৃত্যুর মধ্যে কোনও যোগসূত্র পাওয়া যায়নি

গবেষকদের মতে আকস্মিক মৃত্যুর সঙ্গে কোভিড- ১৯ টিকাদানকে জড়িয়ে প্রচার সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভান্তিমূলক

Posted On: 02 JUL 2025 9:30AM by PIB Agartala

নয়াদিল্লি, ২ জুলাই,২০২৫: দেশের বিভিন্ন সংস্থার মাধ্যমে অকস্মাৎ অজ্ঞাত কারণে মৃত্যুর বিষয়টি তদন্ত করা হয়েছে। তদন্তে গবেষকরা এখন পর্যন্ত এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, কোভিড-১৯ টিকা এবং দেশে অকস্মাৎ অজ্ঞাত কারণে মৃত্যুর ঘটনার মধ্যে কোনও সরাসরি যোগসূত্র নেই।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আই. সি. এম. আর) এবং ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এন. সি. ডি. সি)-এর গবেষণা নিশ্চিত করেছে যে ভারতে কোভিড-১৯ টিকা নিরাপদ এবং কার্যকর, গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ার ঘটনা অত্যন্ত বিরল। জেনেটিক্স, জীবনশৈলী, পূর্ব-বিদ্যমান অবস্থা এবং কোভিড-পরবর্তী জটিলতা সহ বিভিন্ন কারণে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হতে পারে।

আই.সি.এম.আর এবং এন.সি.ডি.সি বিশেষ করে ১৮ থেকে ৪৫ বছর বয়সী তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে অকস্মাৎ অজ্ঞাত কারণে মৃত্যুর কারণগুলি খতিয়ে দেখতে একসঙ্গে কাজ করছে। এটি অন্বেষণ করার জন্য, বিভিন্ন গবেষণা পদ্ধতির ব্যবহার করে দুটি পরিপূরক গবেষণা করা হয়েছিল।একটি অতীতের তথ্যের উপর ভিত্তি করে এবং অন্যটি রিয়েল-টাইম তদন্তের সঙ্গে জড়িত।আই.সি.এম.আর'এর ন্যাশনাল ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি (এন.আই.ই) দ্বারা প্রথম গবেষণার বিষয় ছিল, ভারতে ১৮ - ৪৫ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের মধ্যে অকস্মাৎ অজ্ঞাত কারণে মৃত্যুর সঙ্গে যুক্ত কারণগুলির একটি বহুকেন্দ্রিক তুলনামূলক কেস-কন্ট্রোল স্টাডি। ২০২৩ সালের মে মাস থেকে আগস্ট মাস পর্যন্ত ১৯ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৭টি টারশিয়ারি কেয়ার হাসপাতালে এই সমীক্ষা চালানো হয়। এই সমীক্ষাকালে এমন ব্যক্তিদের বিষয়ে তথ্য নেয়া হয়েছিল, যারা সুস্থ বলে মনে হয়েছিল কিন্তু ২০২১ সালের অক্টোবর মাস থেকে ২০২৩ সালের মার্চ মাসের মধ্যে হঠাৎ মারা গিয়েছিল। এক্ষেত্রে সংগৃহীত তথ্যগুলি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে গবেষকরা চূড়ান্তভাবে জানিয়েছেন যে, কোভিড-১৯ টিকা তরুণ প্রাপ্ত বয়স্কদের মধ্যে অকস্মাৎ মৃত্যুর ঝুঁকি বাড়ায় না।

আই.সি.এম.আর'এর অর্থায়নে এবং সহযোগিতায় নতুন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইমস) তরুণদের মধ্যে অকস্মাৎ মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য দ্বিতীয় গবেষণাটি বর্তমানে চলছে । তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে অকস্মাৎ মৃত্যুর সাধারণ কারণগুলি নির্ধারণের লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ গবেষণা। গবেষণা থেকে প্রাপ্ত তথ্যের প্রাথমিক বিশ্লেষণ ইঙ্গিত দেয় যে, হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন (এম. আই) ১৮ থেকে ৪৫ বছর বয়সীর মধ্যে আকস্মিক মৃত্যুর প্রধান কারণ হিসাবে চিহ্নিত হয়েছে। গুরুত্বপূর্ণভাবে, পূর্ববর্তী বছরগুলির তুলনায় কারণগুলির বিন্যাসে কোনও বড় পরিবর্তন লক্ষ্য করা যায়নি। বেশিরভাগ অকস্মাৎ মৃত্যুর ক্ষেত্রে, জেনেটিক মিউটেশনকে এই মৃত্যুর সম্ভাব্য কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। গবেষণা শেষ হলে আকস্মিক মৃত্যুর কারণ চূড়ান্ত ভাবে জানা যাবে।

একসাথে, এই দুটি গবেষণা ভারতে তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে অকস্মাৎ মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। গবেষণায় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে যে, কোভিড-১৯ টিকা ঝুঁকি বাড়ায় বলে মনে হয় না, তবে, অন্তর্নিহিত স্বাস্থ্য সমস্যা, জিনগত সমস্যা এবং ঝুঁকিপূর্ণ জীবনযাত্রা আকস্মিক মৃত্যুর কারণ হতে পারে।

বৈজ্ঞানিক বিশেষজ্ঞরা পুনর্ব্যক্ত করেছেন যে, কোভিড টিকাদানের সঙ্গে আকস্মিক মৃত্যুর ঘটনা যুক্ত করে কোন কোন মহল থেকে প্রচার করা বিবৃতিগুলি মিথ্যা এবং বিভ্রান্তিকর। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এই সমস্ত বিবৃতি কোনভাবেই সমর্থন যোগ্য নয়। চূড়ান্ত প্রমাণ ছাড়াই অনুমানমূলক ও বিভ্রান্তিকর প্রচার ভ্যাকসিনের প্রতি জনসাধারণের আস্থা হ্রাস করার ঝুঁকি বাড়ায়। এটা সত্য যে, মহামারী চলাকালীন সময়ে লক্ষ লক্ষ জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কোভিড ১৯ টিকাদান। 

ভারত সরকার দেশের নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রমাণ-ভিত্তিক জনস্বাস্থ্য গবেষণায় প্রতিশ্রুতিবদ্ধ।

*****

KMD/PS


(Release ID: 2141510)
Read this release in: English