কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav

২৭.০৬.২০২৫ পর্যন্ত খরিফ চাষের আওতায় আসা জমির পরিমাণ

Posted On: 30 JUN 2025 5:54PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩০ জুন ২০২৫

 

কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর ২৭ জুন ২০২৫ পর্যন্ত খরিফ চাষের আওতায় আসা জমির হিসেব জানিয়েছে। 

দেখা যাচ্ছে ২০২৫-এ ৩৫.০২ লক্ষ হেক্টর জমিতে ধানের বীজ বপণ করা হয়েছে। ২০২৪-এ এই পরিমাণ ছিল ২৩.৭৮ লক্ষ হেক্টর। 

ডালের ক্ষেত্রে পরিমাণ দুটি যথাক্রমে ২১.০৯ এবং ১৫.৩৭ লক্ষ হেক্টর। 

শ্রীঅন্ন বা মোটাদানার শস্যের ক্ষেত্রে পরিমাণ দুটি ৪১.৭৫ এবং ৩৫.০১ লক্ষ হেক্টর। 

তৈলবীজের ক্ষেত্রে ২০২৫-এ চাষ হয়েছে ৪৮.৯৯ লক্ষ হেক্টর জমিতে। ২০২৪-এ ৪০.৮২ লক্ষ হেক্টর জমি তৈলবীজ চাষের আওতায় এসেছে। 

২০২৫-এ ৫৫.১৬ লক্ষ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। ২০২৪-এ ৫৪.৮৮ লক্ষ হেক্টর জমিতে আখ চাষ হয়। 

পাট এবং সমগোত্রীয় ফসলের ক্ষেত্রে পরিমাণ দুটি ৫.৪৭ লক্ষ হেক্টর এবং ৫.৬২ লক্ষ হেক্টর। 

তুলো চাষের আওতায় ২০২৫-এ এসেছে ৫৪.৬৬ লক্ষ হেক্টর জমি। ২০২৪-এ পরিমাণটি ছিল ৫৯.৯৭ লক্ষ হেক্টর। 

 


SC/AC/AS


(Release ID: 2141174) Visitor Counter : 4
Read this release in: Hindi , English , Urdu , Punjabi