অর্থ মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন ৫ই জুলাই পর্যন্ত স্পেন, পর্তুগাল ও ব্রাজিল সফর করবেন

​​​​​​​কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারমন রাষ্ট্রসঙ্ঘ আয়োজিত 'উন্নয়নের জন্য অর্থায়ন "শীর্ষক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দেবেন

শ্রীমতী নির্মলা সীতারমন ভারতের গভর্নর হিসাবে নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্কের (এনডিবি) দশম বার্ষিক বৈঠকে ভাষণ দেবেন এবং রিও ডি জেনেইরোতে প্রথম ব্রিকস অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নরদের বৈঠকে (এফ.এম.সি.বি.জি) যোগ দেবেন

Posted On: 30 JUN 2025 11:40AM by PIB Agartala

নয়াদিল্লি, ৩০ জুন,২০২৫: স্পেন, পর্তুগাল ও ব্রাজিল'এ সরকারি সফরে কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক দপ্তরের ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। 

স্পেনের সেভিলিতে তাঁর সফরের অংশ হিসাবে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী রাষ্ট্রসংঘ আয়োজিত উন্নয়নের জন্য অর্থায়ন সম্পর্কিত চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনে (এফএফডি ৪) ভাষণ দেবেন।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী স্পেনের সেভিলিতে "টেকসই উন্নয়নের জন্য বেসরকারী মূলধনের সম্ভাবনা উন্মুক্ত করা" শীর্ষক আন্তর্জাতিক বিজনেস ফোরাম লিডারশিপ সামিটেও অংশ নেবেন এবং ভাষণ দেবেন। শ্রীমতী নির্মলা সীতারমন জার্মানি, পেরু ও নিউজিল্যান্ডের শীর্ষস্থানীয় মন্ত্রীগণ এবং ইউরোপীয়ান ইনভেস্টমেন্ট ব্যাঙ্কের (ই.আই.বি) প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন।

পর্তুগালের লিসবন সফরের অংশ হিসেবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পর্তুগালের অর্থমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে।পাশাপাশি বিশিষ্ট বিনিয়োগকারী এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গেও তিনি মতবিনিময় করবেন।

রিও ডি জেনেইরোতে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী ভারতের গভর্নর হিসাবে নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্কের (এনডিবি) দশম বার্ষিক বৈঠকে ভাষণ দেবেন এবং ব্রিকস অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নরদের বৈঠকে (এফ.এম.সি.বি.জি) যোগ দেবেন।

এন. ডি. বি-র বৈঠকের অংশ হিসেবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী সীতারমন এনডিবি ফ্ল্যাগশিপ গভর্নরদের সেমিনারে "গ্লোবাল সাউথের জন্য একটি প্রিমিয়ার বহুপাক্ষিক উন্নয়ন ব্যাঙ্ক গড়ে তোলা" শীর্ষক বিষয়ে সেমিনারে ও বক্তব্য রাখবেন।

এনডিবি-র বৈঠকের পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী ব্রাজিল, চিন, ইন্দোনেশিয়া এবং রাশিয়ার অর্থমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

*****

KMD/PS


(Release ID: 2140741)
Read this release in: English