প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী কুচি জনগোষ্ঠীর উদ্দেশে আষাঢ়ী বিজ এর শুভেচ্ছা জানান

Posted On: 27 JUN 2025 2:03PM by PIB Agartala

নয়াদিল্লি, ২৬ জুন, ২০২৫ :প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কুচি নববর্ষ পবিত্র আষাঢ়ী বিজ উপলক্ষ্যে সারা বিশ্বের কুচি জনগোষ্ঠীর মানুষদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।
সামাজিক মাধ্যম এক্স (X) -এ এক পোস্ট করে তিনি লিখেছেন:

"আষাঢ়ী বিজ এর এই বিশেষ উপলক্ষ্যে, বিশেষ করে সারা বিশ্বের কুচি সম্প্রদায়কে শুভেচ্ছা। আগামী বছরটি সবার জন্য শান্তি, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য নিয়ে আসুক।"

***


PKS/KMD


(Release ID: 2140719)
Read this release in: English