প্রতিরক্ষামন্ত্রক
ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে জিএসএল নির্মিত আটটির মধ্যে প্রথম “অদম্য” এফপিভি সামিল হয়েছে
Posted On:
26 JUN 2025 5:27PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ জুন, ২০২৫
গোয়া শিপইয়ার্ড লিমিটেড (জিএসএল)-এর ৮টি এফপিভি প্রকল্পের মধ্যে প্রথম ফাস্ট পেট্রোল ভেসেল (এফপিভি) “অদম্য” ২৬ জুন ২০২৫ তারিখে গোয়ায় ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (আইসিজি)-তে সামিল করা হয়েছে। এফপিভি হল আইসিজি-তে নিজের শ্রেণির প্রথম জাহাজ যেখানে কন্ট্রোলেবল পিচ প্রপেলর (সিপিপি) এবং দেশীয়ভাবে নির্মিত গিয়ারবক্স রয়েছে। এটি সমুদ্রে জাহাজে উন্নত পরিচালন ব্যবস্থা প্রদান করতে সক্ষম।
এই জাহাজটি অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হয়েছে। অগ্নিনির্বাপন ব্যবস্থা সহ দূর নিয়ন্ত্রিত বন্দুক এবং আইবিএস ও আইপিএমএস ব্যবস্থাপনা রয়েছে। এফপিভি-র এই উন্নত প্রযুক্তি আইসিজি-কে ভারতের বিস্তৃত সমুদ্র ক্ষেত্রে আরও বেশি দক্ষতা প্রদানে সহায়ক হবে।
“অদম্য” জাহাজের নকশা ও নির্মাণ জিএসএল করেছে। এটি ভারতে ক্রমবর্ধমান জাহাজ নির্মাণ ক্ষমতার উদাহরণ। এই জাহাজটি আত্মনির্ভর ভারতের দৃষ্টিকোন থেকে এক ব্যাপক সাফল্য। উপকূল এলাকায় প্রহরা, অনুসন্ধান ও উদ্ধারকাজে এবং ভারতের বিশেষ আর্থিক অঞ্চলের নিরাপত্তায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে এই জাহাজ।
SC/PM/NS
(Release ID: 2140119)