ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ মন্ত্রক
azadi ka amrit mahotsav

খাদি ও গ্রামোদ্যোগ কমিশন পি.এম.ই.জি.পি প্রকল্পের আওতায় সারা দেশে সার্ভিস সেক্টরের ১১,৪৮০ সুবিধাভোগীকে ৩০০ কোটি টাকারও বেশি মার্জিন মানি ভর্তুকি প্রদান করেছে

খাদি ও গ্রামোদ্যোগ কমিশন উত্তর পূর্বাঞ্চলে ত্রিপুরাসহ ৭ রাজ্যে ৮১ টি প্রকল্পে ভর্তুকীর অর্থ প্রদান করেছে

কে.ভি.আই.সি-র চেয়ারম্যান বলেন, "প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পি.এম.ই.জি.পি প্রকল্প প্রতিটি গ্রামে কর্মসংস্থান এবং আত্মনির্ভরতার ভিত্তিকে শক্তিশালী করেছে"

Posted On: 17 JUN 2025 9:30PM by PIB Agartala

নয়াদিল্লি, ১৭ জুন, ২০২৫: খাদি ও গ্রামোদ্যোগ কমিশন ভার্চুয়াল মুডে প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রকল্পের (পি.এম.ই.জি.পি) আওতায় সারা দেশে সার্ভিস সেক্টরে ১১,৪৮০ জন সুবিধাভোগীকে ৩০০ কোটি টাকার মার্জিন মানি ভর্তুকি বিতরণ করেছে। ৯০৬ কোটি টাকার ঋণ অনুমোদনের ভিত্তিতে এই ভর্তুকি বিতরণ করা হয়েছে। ১৭ জুন নতুন দিল্লির রাজঘাটে খাদি ও গ্রামোদ্যোগ কমিশনের অফিসে আয়োজিত অনুষ্ঠানে কে.ভি.আই.সি-র চেয়ারম্যান শ্রী মনোজ কুমার ভার্চুয়াল মাধ্যমে সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ভর্তুকি প্রদান করেন। উপস্থিত ছিলেন কমিশনের সি.ই.ও শ্রীমতী রূপ রাশি ও অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকগণ। 

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চেয়ারম্যান শ্রী মনোজ কুমার বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আত্মনির্ভর ও উন্নত ভারতের স্বপ্নকে স্বীকৃতি দেওয়া হচ্ছে এবং পি.এম.ই.জি.পি প্রকল্পটি এর শক্তিশালী স্তম্ভ হয়ে উঠেছে। তিনি বলেন, এই প্রকল্পটি শুধুমাত্র আর্থিক সহায়তা প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে যা লক্ষ লক্ষ যুবক, মহিলা এবং কারিগরদের স্বনির্ভর এবং শিল্পোদ্যোগের সঙ্গে যুক্ত করছে। প্রতিটি গ্রামে কর্মসংস্থান এবং স্বনির্ভরতা তৈরিতে এই প্রকল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ।

দেশের ছয়টি জোনের সবকটিই এই বিতরণ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। কেন্দ্রীয় জোনের আওতায় উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং উত্তরাখণ্ডে মোট ২৪০৩ টি প্রকল্পের জন্য ৭২ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে, যার জন্য মোট ২১৮কোটি টাকা ঋণের উপর ভিত্তি করে। পূর্ব জোনে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ৯৯৬টি প্রকল্পে ২২কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। এই ভর্তুকি দেয়া হয়েছে ৭১ কোটি টাকা ঋনের উপর ভিত্তি করে।

উত্তর ভারতের রাজ্যগুলি-পঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, রাজস্থান এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়-মোট ২৭১৩ টি প্রকল্পে ৬১ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। এই প্রকল্পগুলির জন্য মঞ্জুরীকৃত ঋণের পরিমাণ ১৮৪ কোটি টাকা। অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম এবং ত্রিপুরার মতো রাজ্যগুলি সহ উত্তর-পূর্বান্চলের ৮১টি প্রকল্পে দুই কোটি টাকার ভর্তুকি প্রদান করা হয়েছে।

দক্ষিণের রাজ্য অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরিতে ৪৫৬৫ টি প্রকল্পে ১১৬ কোটি টাকার ভর্তুকি দেওয়া হয়েছে এবং এই প্রকল্পগুলির জন্য ৩৪৩ কোটি টাকারও বেশি ঋণ মঞ্জুর করা হয়েছে। মহারাষ্ট্র, গুজরাট ও গোয়া - এই পশ্চিম জোনে ৮২ কোটি টাকার ঋণ মঞ্জুরের বিপরীতে মোট ৭২২টি প্রকল্পের জন্য ২৬ কোটি টাকারও বেশি ভর্তুকি বিতরণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কর্মসংস্থান গ্যারান্টি প্রকল্পটি (পি.এম.ই.জি.পি) গ্রামীণ ও শহুরে ভারতে উদ্যোক্তা এবং স্বনির্ভরতার স্তম্ভ হয়ে উঠেছে। এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত মোট ১০,১৮,১৮৫ টি ক্ষুদ্র উদ্যোগ স্থাপন করা হয়েছে, যার জন্য ভারত সরকার ৭৩,৩৪৮ কোটি টাকার ঋণ অনুমোদন করেছে। এর বিপরীতে, সুবিধাভোগীদের ২৭,১৬৬ কোটি টাকার মার্জিন মানি ভর্তুকি দেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে এখন পর্যন্ত সারা দেশে ৯০,০৪,৫৪১ জনেরও বেশি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান পেয়েছেন, যা এটিকে দেশের সবচেয়ে কার্যকর স্বনির্ভর প্রকল্পগুলির মধ্যে অন্যতম করে তুলেছে। এই কর্মসূচি শুধুমাত্র স্বনির্ভরতাকেই উৎসাহিত করে না, বরং প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারতের সংকল্পকেও স্বীকৃতি দিয়েছে।

*****

KMD/PS


(Release ID: 2137889)
Read this release in: English