প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

মহারাষ্ট্রের পুণেতে জেজুরি-মোরগাঁও রোডে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

Posted On: 19 JUN 2025 10:58AM by PIB Agartala

নয়াদিল্লি, ১৯ জুন,২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের পুণেতে জেজুরি-মোরগাঁও রোডে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আজ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি প্রধানমন্ত্রীর জাতীয় ত্রান তহবিল (পি.এম.এন.আর.এফ) থেকে মৃতের নিকট আত্মীয়কে দুই লক্ষ টাকা করে আর্থিক সহায়তা ( এক্সগ্রেসিয়া) দেওয়ার কথা ঘোষণা করেন। তাছাড়া আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেবার কথাও ঘোষণা করেন তিনি। 

আজ পি. এম. ও ইন্ডিয়া এক্স-এর পোস্টে:

"প্রধানমন্ত্রী মহারাষ্ট্রের পুনের জেজুরি-মোরগাঁও রোডে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন,' যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।"

Deeply saddened by the loss of lives due to a road accident on the Jejuri-Morgaon road in Pune, Maharashtra. Condolences to those who have lost their loved ones. May the injured recover soon.

An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each…

— PMO India (@PMOIndia) June 19, 2025

*****

KMD/PS


(Release ID: 2137588)
Read this release in: English