প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিজয় রূপানীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

प्रविष्टि तिथि: 13 JUN 2025 2:53PM by PIB Agartala

নয়াদিল্লি, ১৩ জুন, ২০২৫, পিআইবি।।গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিজয় রূপানির মৃত্যুতে আজ শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, যিনি সম্প্রতি আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। শ্রী মোদী শ্রী রূপানির বিশিষ্ট কর্মজীবনের কথা তুলে ধরেছেন৷ রাজকোট পৌর কর্পোরেশনে তাঁর কার্যকাল, রাজ্যসভার সাংসদ, গুজরাট বিজেপি সভাপতি এবং রাজ্য সরকারের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে তাঁর অবদানের কথা স্মরণ করেন তিনি৷

এক্স-এর একটি থ্রেড পোস্টে শ্রী মোদী লিখেছেন:

“শ্রী বিজয়ভাই রূপাণীজির পরিবারের সাথে দেখা হল। এটা কল্পনাতীত যে বিজয়ভাই আমাদের মধ্যে নেই। আমি তাকে কয়েক দশক ধরে চিনি। আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি, এমনকি কিছু কঠিন সময়েও। বিজয়ভাই ছিলেন নম্র এবং পরিশ্রমী, দলের আদর্শের প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। পদোন্নতি পেয়ে তিনি সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করেছিলেন এবং গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছিলেন।”

 “প্রদত্ত প্রতিটি ভূমিকাতেই তিনি নিজেকে বিশিষ্ট করে তুলেছিলেন, তা সে রাজকোট পৌর কর্পোরেশনের দায়িত্ব হোক, রাজ্যসভার সাংসদ হিসেবে হোক, গুজরাট বিজেপির সভাপতি হিসেবে হোক কিংবা রাজ্য সরকারের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে।”

প্রধানমন্ত্রী বলেন, “বিজয়ভাই যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন তিনি ও আমি মিলে অনেক কাজ করেছিলাম। তিনি গুজরাটের উন্নয়নের গতিপথকে উন্নত করার জন্য অনেক পদক্ষেপ নিয়েছিলেন, বিশেষ করে ‘জীবনযাত্রার সহজতা’ বৃদ্ধিতে। আমাদের মধ্যে যে আলাপচারিতা হয়েছিল তা সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। এই শোকের মুহূর্তে তাঁর পরিবার এবং বন্ধুদের প্রতি আমার সমবেদনা রইল। ওঁম শান্তি।”

*** 


DM/KMD


(रिलीज़ आईडी: 2136276) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English