প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

ভারতের টেকনিক্যাল টেক্সটাইল খাতের দ্রুত অগ্রগতির বিষয়ে একটি প্রবন্ধ শেয়ার করলেন প্রধানমন্ত্রী

Posted On: 10 JUN 2025 10:39AM by PIB Agartala

নয়াদিল্লি, ১০ জুন ২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভারতের টেকনিক্যাল টেক্সটাইল খাত কীভাবে এক রূপান্তর পর্বের মধ্য দিয়ে এগিয়ে চলেছে, তা নিয়ে একটি প্রবন্ধ শেয়ার করেছেন। জাতীয় টেকনিক্যাল টেক্সটাইল মিশন (এন.টি.টি.এম.) এবং উৎপাদন-ভিত্তিক আর্থিক সুবিধা (পি.এল.আই.) প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ সরকারি উদ্যোগ এই অগ্রগতিকে ত্বরান্বিত করছে। এই প্রচেষ্টা দেশীয় উৎপাদনকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করছে, উদ্ভাবনকে উৎসাহিত করছে এবং রফতানিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ফলে ভারত এই খাতে বৈশ্বিক নেতৃত্বের স্থান অর্জন করছে। 

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী গিরিরাজ সিংহ-এর একটি “এক্স” পোস্টের প্রতিক্রিয়ায় শ্রী মোদী লিখেছেন:

“কেন্দ্রীয় মন্ত্রী শ্রী @girirajsinghbjp লিখেছেন, ভারতের টেকনিক্যাল টেক্সটাইল খাত দ্রুত অগ্রগতি অর্জন করছে, যার পেছনে রয়েছে জাতীয় টেকনিক্যাল টেক্সটাইল মিশন এবং পি.এল.আই. স্কিমের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই প্রচেষ্টা উৎপাদন, উদ্ভাবন ও রফতানিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ভারতকে বৈশ্বিক নেতৃত্বের স্থানে পৌঁছে দিচ্ছে।”

*** 

AD/KMD


(Release ID: 2135547)
Read this release in: English