প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী দিল্লিতে বিদুৎচালিত যাত্রীবাস' এর সূচনা করেছেন

प्रविष्टि तिथि: 05 JUN 2025 12:46PM by PIB Agartala

নয়াদিল্লি: ৫ জুন২০২৫ ইং: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দিল্লিতে বিদ্যুৎচালিত যাত্রীবাস'এর সূচনা করেছেন। প্রধানমন্ত্রী দিল্লি সরকারের সুস্থায়ী উন্নয়ন , পরিচ্ছন্ন ও সবুজ শহরের গতিশীলতার উদ্যোগের অঙ্গ হিসেবে বিদ্যুৎচালিত যাত্রীবাহী বাস'এর সূচনা করেছেন। 

তিনি এক্স 'এ উল্লেখ করেন, এই উদ্যোগটি একটি পরিচ্ছন্ন সবুজ দিল্লি নির্মাণে অবদান রাখবে।

তিনি উল্লেখ করেন, দিল্লি সরকারের এই পদক্ষেপ দিল্লির বাসিন্দাদের চলাচল সহজতর হবে, জীবনযাত্রার মানোন্নয়নও হবে। 

প্রধানমন্ত্রী এক্স-এ আহব্বান রেখেছেন, 

একটি পরিচ্ছন্ন ও সবুজ দিল্লি গড়ে তুলুন।

*****

KMD/PS


(रिलीज़ आईडी: 2134133) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English