প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ-২০২৫”-এ ভারতের অসাধারণ সাফল্যের জন্য খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

Posted On: 02 JUN 2025 3:01PM by PIB Agartala

নয়াদিল্লি, ০২ জুন ২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত “এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ-২০২৫”-এ ভারতীয় দলের অসাধারণ পারফরম্যান্সের জন্য প্রশংসা করেছেন। শ্রী মোদী বলেন, "প্রত্যেক খেলোয়াড়ের কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্প পুরো টুর্নামেন্ট জুড়েই স্পষ্টভাবে দৃশ্যমান ছিল"।

প্রধানমন্ত্রী ‘এক্স’ বার্তায় লিখেছেন:

"দক্ষিণ কোরিয়ায় সদ্যসমাপ্ত ‘এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ-২০২৫’-এ আমাদের দল যে অসাধারণ পারফরম্যান্স করেছে, তাতে ভারত গর্বিত। প্রতিযোগিতা জুড়ে প্রত্যেক অ্যাথলেটের কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্প স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। ভবিষ্যতের জন্য এই খেলোয়াড়দের প্রতি রইল শুভকামনা।"

*****

KMD/AD


(Release ID: 2133329)
Read this release in: English