প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

বীর সাভারকার জি’কে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 28 MAY 2025 9:33AM by PIB Agartala

নয়াদিল্লি, ২৮ মে ২০২৫: বীর সাভারকর জী’র জন্মবার্ষিকীতে আজ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। শ্রী মোদী বলেছেন "কৃতজ্ঞ দেশবাসী কখনও তাঁর অবিস্মরণীয় সাহস এবং স্বাধীনতা আন্দোলনের সংগ্রামের কাহিনী ভুলতে পারবে না। দেশের জন্য তাঁর আত্মত্যাগ এবং নিবেদন উন্নত ভারতের নির্মাণে পথপ্রদর্শক হবে৷" প্রধানমন্ত্রী এই মর্মে এক্সে একটি পোস্ট করেছেন৷ তিনি লিখেছেনঃ
“ভারত মাতা’র সত্যিকারের সন্তান বীর সাভারকার জী’কে তাঁর জন্ম-জয়ন্তী তে সম্মানজনক শ্রদ্ধাঞ্জলি। বিদেশী শাসনের কঠোর থেকে কঠোর যন্ত্রণাও মাতৃভূমির প্রতি তাঁর নিবেদনকে ক্ষুন্ন করতে পারেনি। স্বাধীনতা আন্দোলনে তাঁর অবিরাম সাহস এবং সংগ্রামের কাহিনী একটি কৃতজ্ঞ জাতির কাছে কোনও দিন ভুলে যাওয়া সম্ভব নয়। দেশের জন্য তাঁর ত্যাগ এবং নিবেদন উন্নত ভারতের নির্মাণে এক পথপ্রদর্শক হয়ে থাকবে।”

 

भारत माता के सच्चे सपूत वीर सावरकर जी को उनकी जन्म-जयंती पर आदरपूर्ण श्रद्धांजलि। विदेशी हुकूमत की कठोर से कठोर यातनाएं भी मातृभूमि के प्रति उनके समर्पण भाव को डिगा नहीं पाईं। आजादी के आंदोलन में उनके अदम्य साहस और संघर्ष की गाथा को कृतज्ञ राष्ट्र कभी भुला नहीं सकता। देश के लिए… pic.twitter.com/3OsxSN905I

— Narendra Modi (@narendramodi) May 28, 2025

 

***

KMD/DM


(रिलीज़ आईडी: 2132004) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English