শিল্পওবাণিজ্যমন্ত্রক
২০১১-১২ সালকে ভিত্তিবর্ষ ধরে এপ্রিল, ২০২৫-এ ভারতের পাইকারি মূল্য সূচক
Posted On:
14 MAY 2025 12:00PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৪ মে, ২০২৫
এ বছরের এপ্রিল মাসে সর্বভারতীয় পাইকারি মূল্য সূচকের ওপর ভিত্তি করে মুদ্রাস্ফীতির বার্ষিক হার গত বছরের এপ্রিলের তুলনায় ০.৮৫ শতাংশ হয়েছে। মূলত তৈরি খাদ্যসামগ্রী, বিভিন্ন উৎপাদিত সামগ্রী, রাসায়নিক পদার্থ, পরিবহণ ক্ষেত্রে ব্যবহৃত নানা যন্ত্রপাতি ইত্যাদির কারণে মুদ্রাস্ফীতির হার বৃদ্ধি পেয়েছে। মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে অশোধিত পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের দাম ৫.৩১ শতাংশ হ্রাস পেয়েছে। এই সময়কালে খাদ্য নয়, এ ধরনের সামগ্রীর দাম ১.৭৮ শতাংশ কমেছে। অন্যদিকে, খনিজ পদার্থের মূল্যবৃদ্ধি হয়েছে ৭.৮১ শতাংশ, আর খাদ্যসামগ্রীর দাম বেড়েছে ০.৩৬ শতাংশ।
মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে খনিজ তেলের দাম ৩.৯৫ শতাংশ এবং বিদ্যুতের দাম ১.৩৮ শতাংশ হ্রাস পেয়েছে। অথচ, কয়লার দাম এই সময়কালে ০.২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন উৎপাদিত পণ্যের দাম ০.৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে, এর মধ্যে বস্ত্র, ওষুধ, চিকিৎসার বিভিন্ন সামগ্রীতে ব্যবহৃত রাসায়নিক ও জৈব পদার্থ এবং কাগজের দাম অবশ্য হ্রাস পেয়েছে।
মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে খাদ্যসামগ্রীর দাম বৃদ্ধি পেয়ে হয়েছে ১৮৯.৩। শিল্পোৎসাহ এবং অভ্যন্তরীণ বাণিজ্য দপ্তর পাইকারি মূল্য সূচক প্রকাশ করে যা প্রতি মাসের ১৪ তারিখে প্রকাশিত হয়। ২০১১-১২-কে ১০০ হিসেবে ভিত্তি করে এপ্রিল মাসের পাইকারি মূল্য সূচক প্রকাশ করা হয়েছে।
মে মাসের পাইকারি মূল্য সূচক সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশিত হবে ১৬ জুন।
এ বিষয়ে বিস্তারিত জানতে – http://eaindustry.nic.in. এই লিঙ্কে ক্লিক করুন
SC/CB/DM
(Release ID: 2128637)