প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

সৌদি আরব সফরের প্রাক্কালে প্রধানমন্ত্রীর বিবৃতি

Posted On: 22 APR 2025 8:30AM by PIB Agartala

আজ, আমি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মহামান্য যুবরাজ মহম্মদ বিন সালমানের আমন্ত্রণে সৌদি আরবে দুই দিনের রাষ্ট্রীয় সফরে রওনা হচ্ছি।

ভারত সৌদি আরবের সঙ্গে তার দীর্ঘ এবং ঐতিহাসিক সম্পর্ককে গভীরভাবে গুরুত্ব দিচ্ছে যা সাম্প্রতিক বছরগুলিতে কৌশলগত গভীরতা এবং গতি অর্জন করেছে। একসঙ্গে, আমরা প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, শক্তি এবং জনগণের মধ্যে সম্পর্কের ক্ষেত্রগুলি সহ পারস্পরিক উপকারী এবং মূল অংশীদারিত্ব গড়ে তুলেছি। আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রসারে আমাদের অভিন্ন আগ্রহ ও প্রতিশ্রুতি রয়েছে।

গত এক দশকে এটি হবে সৌদি আরবে আমার তৃতীয় সফর এবং ঐতিহাসিক শহর জেদ্দায় এটি হবে প্রথম সফর। আমি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কাউন্সিলের দ্বিতীয় বৈঠকে অংশগ্রহণ এবং ২০২৩ সালে আমার ভাই মহামান্য যুবরাজ মহম্মদ বিন সালমানের অত্যন্ত সফল ভারত সফরের উপর ভিত্তি করে এগিয়ে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

আমি সৌদি আরবের প্রাণবন্ত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে সংযোগ স্থাপনের জন্যও আগ্রহী, যারা আমাদের দেশগুলির মধ্যে জীবন্ত সেতু হিসাবে কাজ করে চলেছে এবং সাংস্কৃতিক ও মানবিক সম্পর্ককে শক্তিশালী করতে অপরিসীম অবদান রাখছে।

***

KMD/SG


(Release ID: 2123486) Visitor Counter : 7
Read this release in: English