তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
ওয়েভস 'ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জ' -এ ১১০০ জন আন্তর্জাতিক অংশগ্রহণকারী সহ নিবন্ধনের সংখ্যা ৮৫,০০০ অতিক্রম করেছে
Posted On:
01 APR 2025 3:54PM by PIB Agartala
১ থেকে ৪ মে ২০২৫ মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে অনুষ্ঠিত হতে চলেছে ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট (ওয়েভস)৷ এই সামিটের অংশ হিসাবে চালু হওয়া ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জ (সিআইসি) সিজন-১ এ ১,১০০ জন আন্তর্জাতিক অংশগ্রহণকারী সহ নিবন্ধনকারীদের সংখ্যা ৮৫,০০০ অতিক্রম করেছে, যা একটি নতুন মাইলফলক অর্জন করেছে। ৩২টি বৈচিত্র্যময় চ্যালেঞ্জের মধ্য থেকে নিখুঁত বাছাই প্রক্রিয়ার পর নির্বাচিত ৭৫০ জনেরও বেশি চূড়ান্ত প্রতিযোগী পিচিং সেশনসহ নিজ নিজ খাতের ব্যবসায়ী নেতাদের সাথে নেটওয়ার্কিংয়ের সুযোগ পাবেন৷ এছাড়াও তাদের ব্যক্তিগত চ্যালেঞ্জের ফলাফল এবং আউটপুট, তাদের প্রতিভা এবং দক্ষতা প্রদর্শন করার এবং মাস্টারক্লাস, প্যানেল আলোচনার মাধ্যমে বিশ্বব্যাপী প্রভাবশালীদের কাছ থেকে শেখার একটি অনন্য সুযোগ পাবেন। ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জের বিজয়ীদের মুম্বাইয়ে একটি জাঁক জমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে 'ওয়েভস ক্রিয়েটর অ্যাওয়ার্ডস' দিয়ে সম্মানিত করা হবে।
সৃজনশীলতার পরিমণ্ডলে উদ্ভাবন এবং সংযুক্তির তরঙ্গ জাগিয়ে এই চ্যালেঞ্জগুলো একটি শক্তিশালী অন্তর্ভূক্তির প্রকাশ হয়ে উঠেছে, যা ভারত ও বিশ্বব্যাপী সৃজনশীল প্রতিভার জন্য একটি শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম হিসেবে আবির্ভূত হচ্ছে। ৩২টি বৈচিত্র্যময় ও চলমান চ্যালেঞ্জের মধ্যে থাকছে উচ্চশক্তিশালী রিল মেকিং প্রতিযোগিতা, সমাধানমুখী ট্রোথ টেল হ্যাকাথন, দূরদর্শী তরুণ চলচ্চিত্র নির্মাতাদের তাদের চ্যালেঞ্জ এবং স্পর্ষের মতো কমিকস ক্রিয়েটর চ্যাম্পিয়নশিপ, যা সিআইসি নির্মাতাদের দক্ষতাকে তুলে ধরার জন্য একটি অনন্য সুযোগ প্রদান করবে। অন্যান্য ফ্ল্যাগশিপ অনুষ্ঠান যেমন এ.আই. অ্যাভাটার ক্রিয়েটর চ্যালেঞ্জ, ডব্লিউ.এ.এম, এনিমে চ্যালেঞ্জ, ই-স্পোর্টস টুর্নামেন্ট, ট্রেলার মেকিং প্রতিযোগিতা, থিম মিউজিক প্রতিযোগিতা এবং কাটিং এজ এক্সআর ক্রিয়েটর হ্যাকাথন পরবর্তী প্রজন্মের গল্পকার, ডিজাইনার এবং ডিজিটাল উদ্ভাবকদের জন্য সিআইসিকে আরো একটি দৃঢ় লঞ্চ প্যাড হিসেবে প্রতিষ্ঠা করবে৷

শৃঙ্খলা, সীমানা এবং প্রজন্মকে একত্রিত করে, সিআইসি কেবল ভারতের সৃজনশীল শক্তিকেই উদযাপন করবে না, এটি গল্প বলার এবং ডিজিটাল অভিব্যক্তির ভবিষ্যতের জন্য একটি আন্তর্জাতিক আলোচনার সূচনা করবে। এই অসাধারণ ভিত্তির মাধ্যমে, সিআইসি সামনের দিনগুলিতে স্রষ্টাদের ক্ষমতায়ন এবং আগামীকালের সাংস্কৃতিক ভিন্নাঙ্গনকে আকৃতি প্রদান করার মিশন অব্যাহত রাখতে নতুন উচ্চতায় উঠে আসার জন্য প্রস্তুত৷
উল্লেখ্য, প্রথম ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট (ওয়েভস), মিডিয়া ও এন্টারটেইনমেন্ট (এম এন্ড ই) খাতের জন্য একটি মাইলফলক ইভেন্ট, যা ১ থেকে ৪ মে ২০২৫, মহারাষ্ট্রের মুম্বাইয়ে ভারত সরকার কর্তৃক আয়োজন করা হচ্ছে৷
বিষয়বস্তু তৈরি, বৌদ্ধিক সম্পত্তি এবং প্রযুক্তিগত উদ্ভাবনের কেন্দ্র হিসাবে তার অবস্থানকে প্রশস্ত করে ওয়েভস ভারতের সৃজনশীল শক্তিকে বাড়িয়ে তুলতে প্রস্তুত। ব্রডকাস্টিং, প্রিন্ট মিডিয়া, টেলিভিশন, রেডিও, ফিল্মস, অ্যানিমেশন, ভিজ্যুয়াল এফেক্টস, গেমিং, কমিকস, সাউন্ড অ্যান্ড মিউজিক, অ্যাডভার্টাইজিং, ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, জেনারেটিভ এআই, অগমেন্টেড রিয়েলিটি (এআর), ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) এবং এক্সটেন্ডেড রিয়েলিটি (এক্সআর) শিল্প ও খাতগুলো এর ফোকাসে রয়েছে।
(Release ID: 2117434)
Visitor Counter : 14