প্রধানমন্ত্রীর দপ্তর
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ছত্তিশগড়ের বিলাসপুরে ৩৩,৭০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক কাজের শিলান্যাস ও উদ্বোধন করলেন
‘Prime Minister Shri Narendra Modi lays foundation stone, inaugurates development works in Bilaspur, Chhattisgarh worth over ₹33,700 crore
Posted On:
30 MAR 2025 6:17PM by PIB Agartala
নয়াদিল্লি, ৩০ মার্চ ২০২৫: পরিকাঠামো উন্নয়ন এবং স্থায়ী জীবিকায় উন্নতির জন্য প্রদেয় অঙ্গীকারের সঙ্গে সঙ্গতি রেখে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রবিবার ছত্তিশগড়ের বিলাসপুরে ৩৩,৭০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস, কাজের সূচনা এবং জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। নববর্ষের শুভ সূচনা এবং নবরাত্রির প্রথম দিন উদযাপন করে, প্রধানমন্ত্রী ছত্তিশগড়ের মাতা মহামায়ার ভূমি এবং মাতা কৌশল্যার মাতৃভূমির তাৎপর্য তুলে ধরেন। রাজ্যের জন্য নারী দেবত্বের প্রতি নিবেদিত এই নয়টি দিনের বিশেষ গুরুত্বের কথা উল্লেখ করেন তিনি। নবরাত্রির প্রথম দিনে ছত্তিশগড়ে থাকার সৌভাগ্য প্রকাশ করেন প্রধানমন্ত্রী ভক্ত শিরোমণি মাতা কর্মের সম্মানে সম্প্রতি একটি ডাকটিকিট প্রকাশের জন্য সকলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, নবরাত্রি উৎসবটি রাম নবমী উদযাপনের সাথে শেষ হবে৷ ছত্তিশগড়ে ভগবান রামের প্রতি অনন্য ভক্তি রয়েছে বলে উল্লেখ করে তিনি জানান, ভগবান রামের মাতৃকূল হল ছত্তিশগড়৷ এর জন্য তাদের প্রতি, বিশেষ করে রামনামী সমাজকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী, যারা তাদের সম্পূর্ণ জীবন ভগবান রামের নামে উৎসর্গ করেছেন৷
এই শুভ অনুষ্ঠানে মহভট্ট স্বয়ম্ভু শিবলিঙ্গ মহাদেবের আশীর্বাদে শ্রী মোদী ছত্তিশগড়ের উন্নয়ন ত্বরান্বিত করার সুযোগের কথা তুলে ধরেন। তিনি দরিদ্রদের জন্য আবাসন, বিদ্যালয়, সড়ক, রেল, বিদ্যুৎ এবং গ্যাস পাইপলাইনসহ ৩৩,৭০০ কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্পগুলির উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপনের কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে, এই প্রকল্পগুলি ছত্তিশগড়ের নাগরিকদের জন্য সুবিধা প্রদান করবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে৷ এসমস্ত উন্নয়ন প্রকল্পের মাধ্যমে অর্জিত অগ্রগতির জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী৷
আশ্রয় প্রদান করার সাংস্কৃতিক গুরুত্বকে একটি মহান গুণ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটি কারও নিজের বাড়ির স্বপ্ন পূরণের জন্য একটি অতুলনীয় আনন্দ। তিনি জানান, নবরাত্রি ও শুভ নববর্ষে ছত্তিশগড়ে তিন লক্ষ দরিদ্র পরিবার তাদের নতুন বাড়িতে প্রবেশ করছেন। এক নতুন সূচনার জন্য তিনি এই পরিবারগুলিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ছত্তিশগড়ের লক্ষ লক্ষ পরিবারের স্থায়ী আবাসনের স্বপ্ন আগে আমলাতান্ত্রিক ফাইলে হারিয়ে গিয়েছিল। সরকারের এই স্বপ্ন পূরণের প্রতিশ্রুতির কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শ্রী বিষ্ণু দেওয়ের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম সিদ্ধান্ত ছিল ১৮ লক্ষ বাড়ি নির্মাণ করা, যার মধ্যে ৩ লক্ষ বাড়ি সম্পন্ন হয়েছে। তিনি খুশি প্রকাশ করেন যে, এই বাড়িগুলোর বেশিরভাগই আদিবাসী অঞ্চলে অবস্থিত, যা বস্তার ও সুরগুজার পরিবারগুলোকে সুবিধা দিয়েছে, যারা অস্থায়ী আশ্রয়ে প্রজন্মের পর প্রজন্ম কষ্টের মধ্যে যাঁরা আছেন৷ তাঁদের জন্য এই বাড়ির রূপান্তরমূলক প্রভাবের কথা উল্লেখ করে তিনি এটিকে একটি গুরুত্বপূর্ণ উপহার হিসেবে আখ্যায়িত করেন।
তিনি বলেন, সরকার এই বাড়িগুলি নির্মাণে সহায়তা করেছে, সুবিধাভোগীরা তাদের স্বপ্নের বাড়িগুলি কিভাবে তৈরি করা হবে তা নিজেদের মত করে সিদ্ধান্ত নিয়েছেন৷ শ্রী মোদী বলেন, এই বাড়িগুলি কেবল চার দেওয়ালের একটি ঘরই নয়, বরং জীবনের একটি রূপান্তর। শৌচাগার, বিদ্যুৎ, উজ্জ্বলা গ্যাস সংযোগ এবং পাইপ লাইনের জল ইত্যাদি প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিয়ে এই বাড়িগুলি গড়ে তোলার কথা উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে মহিলাদের উল্লেখযোগ্য উপস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, এই বাড়িগুলির অধিকাংশই মহিলাদের মালিকানাধীন। হাজার হাজার মহিলা প্রথমবারের মতো নিজেদের নামে সম্পত্তি নিবন্ধিত করেছেন বলে উল্লেখ করেন তিনি। এই উচ্ছ্বাস নারীদের চেহারায় প্রতিফলিত হচ্ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী ও তাঁদের এই আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে, এটিকেই তার জীবনের সবচেয়ে বড় সঞ্চয় হিসেবে অভিহিত করেন।
লক্ষ লক্ষ গৃহ নির্মাণের সুদূরপ্রসারী প্রভাবের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই বাড়িগুলির জন্য ব্যবহৃত সামগ্রীগুলি স্থানীয়ভাবে সংগৃহীত হয়েছে, যা স্থানীয় কারিগর, রাজমিস্ত্রি এবং গ্রামগুলির শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ প্রদান করেছে এবং ক্ষুদ্র দোকানদার ও পরিবহণ অপারেটরদের উপকৃত করেছে। তিনি উল্লেখ করেন যে, এই আবাসন প্রকল্পগুলি ছত্তিশগড়ে উল্লেখযোগ্য কর্মসংস্থান তৈরি করেছে, যা বহু মানুষের জীবনযাত্রার ওপর ইতিবাচক প্রভাব ফেলছে।
ছত্তিশগড়ের জনগণের প্রতি তাঁদের সরকার কর্তৃক দেয়া প্রতিটি প্রতিশ্রুতি পূরণের বিষয়ে উল্লেখ করে শ্রী মোদী বিভিন্ন প্রকল্পের বিপুল সংখ্যক সুফলভোগীর উপস্থিতির কথা তুলে ধরেন এবং সরকারি গ্যারান্টিগুলির দ্রুত বাস্তবায়নের গুরুত্বের উপর জোর দেন। তিনি উল্লেখ করেন যে, ছত্তিশগড়ের মহিলাদের জন্য করা প্রতিশ্রুতিগুলি সম্মানিত হয়েছে, যার মধ্যে রয়েছে ধান চাষিদের জন্য দু'বছরের বকেয়া বোনাস প্রদান এবং বর্ধিত এমএসপি হারে ধান কেনা। এই পদক্ষেপগুলি লক্ষ লক্ষ কৃষক পরিবারের জন্য হাজার হাজার কোটি টাকার জোগান দিয়েছে। নিয়োগ পরীক্ষার কেলেঙ্কারির জন্য পূর্ববর্তী সরকারের সমালোচনা করেন প্রধানমন্ত্রী এবং তাদের সরকারের স্বচ্ছ তদন্ত ও পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনার কথা তুলে ধরেন। তিনি জোর দিয়ে বলেন যে এই সৎ প্রচেষ্টাগুলি জনসাধারণের আস্থা বৃদ্ধি করেছে, যা বিধানসভা, লোকসভা এবং এখন ছত্তিশগড়ের পৌরসভার নির্বাচনে বিজয়ের মধ্যে দিয়ে স্পষ্ট। সরকারের উদ্যোগগুলোর জন্য জনগণের বিপুল সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী৷
শ্রী মোদী উল্লেখ বলেন, এই বছর ছত্তিশগড় রাজ্যের ২৫ তম বার্ষিকী, তথা সিলভার জুবিলি বছর হিসেবে উদযাপন করা হচ্ছে যা একই সঙ্গে অটল বিহারী বাজপেয়ীর জন্মশতবার্ষিকীও। তিনি বলেন, ছত্তিশগড় সরকার ২০২৫ সালকে "অটল নির্মাণ বর্ষ" হিসেবে পালন করছে এবং একথা পুনরায় উল্লেখ করে তিনি বলেন, "আমরা রাজ্যকে তৈরি করেছি এবং আমরাই একে লালন করব।" তিনি জোর দিয়ে বলেন যে, আজ উদ্বোধন ও সূচনা করা পরিকাঠামো প্রকল্পগুলি এই সংকল্পেরই অংশ।
তিনি বলেন, ছত্তিশগড়কে একটি পৃথক রাজ্য হিসাবে গঠন করতে হয়েছে কারণ উন্নয়নের সুফলগুলি এই অঞ্চলে পৌঁছাচ্ছিল না৷ পূর্ববর্তী সরকারকে উন্নয়ন বাস্তবায়নে ব্যর্থতা এবং হাতে নেওয়া প্রকল্পগুলিতে দুর্নীতির জন্য সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি জোর দিয়ে বলেন, তাদের সরকার জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিয়েছে, তাদের জীবন, সুযোগ-সুবিধা এবং তাদের সন্তানদের জন্য সুযোগের উন্নতির দিকে মনোযোগ দিয়েছে। তিনি ছত্তিশগড়ের প্রতিটি গ্রামে উন্নয়ন প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার প্রচেষ্টার কথাও তুলে ধরেন।
প্রত্যন্ত আদিবাসী এলাকাগুলিতে উন্নতমানের সড়কের অগ্রগতির কথা তুলে ধরে, শ্রী মোদী বেশ কয়েকটি অঞ্চলে ট্রেন পরিষেবা চালুর কথা উল্লেখ করেন, যার মধ্যে অনুষ্ঠানের শুরুতে একটি নতুন ট্রেন চালু করার কথা রয়েছে। তিনি পূর্বে অবহেলিত এলাকাগুলিতে বিদ্যুৎ, পাইপলাইন জল এবং মোবাইল টাওয়ার পৌঁছে দেওয়ার কথা উল্লেখ করে বলেন, নতুন স্কুল, কলেজ এবং হাসপাতালের মত উদ্যোগগুলি ছত্তিশগড়ের দৃশ্যপট পরিবর্তন করছে।
ছত্তিশগড়কে একটি সম্পূর্ণ বৈদ্যুতিক রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত রাজ্য হিসেবে সফল হয়ে উঠার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রাজ্যে প্রায় ৪০ হাজার কোটি টাকার রেল প্রকল্পের কাজ চলছে৷ এই বছরের বাজেটে বিভিন্ন অঞ্চল ও প্রতিবেশী রাজ্যগুলির জন্য রেল সংযোগ উন্নত করতে ৭ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। উন্নয়নের জন্য বাজেট সহায়তা এবং সৎ উদ্দেশ্য উভয়েরই প্রয়োজন আছে বলে উল্লেখ করে শ্রী মোদী পূর্ববর্তী সরকারের দুর্নীতি ও অদক্ষতার সমালোচনা করেন, যা আদিবাসী এলাকার অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে। তিনি কয়লার উদাহরণ উল্লেখ করে বলেন যে, ছত্তিশগড়ের প্রচুর কয়লা মজুদ থাকা সত্ত্বেও, বিদ্যুৎকেন্দ্রগুলির অবহেলার কারণে রাজ্যটি বিদ্যুৎ সংকটে পড়েছে। তিনি বলেন, তাদের সরকারের অধীনে নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হচ্ছে যাতে এসব সমস্যার সমাধান হয় এবং রাজ্যের জন্য নির্ভরযোগ্য বিদ্যুৎ নিশ্চিত হয়।
সরকারের সৌরশক্তির ওপর গুরুত্ব ও ‘পিএম সূর্যগড় মুফত বিজলি প্রকল্প’ চালু করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পটি বিদ্যুৎ বিল মুক্ত করে পরিবারগুলিকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে উপার্জন করার সুযোগ নিয়ে এসেছে৷ প্রধানমন্ত্রী জানান, সরকার সৌর প্যানেল স্থাপনের জন্য প্রতি পরিবারকে ৭৮ হাজার টাকা প্রদান করছে। তিনি আরও বলেন, ছত্তিশগড়ের দুই লক্ষেরও বেশি পরিবার ইতিমধ্যে এই প্রকল্পের জন্য নিজেদের নিবন্ধন করেছেন এবং অন্যান্যদেরকেও এই সুবিধা গ্রহণ করার জন্য উৎসাহিত করেন তিনি।
ছত্তিশগড়ে গ্যাস পাইপলাইন পৌঁছে দেওয়ার চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের প্রচেষ্টার উপর জোর দেন প্রধানমন্ত্রী৷ শ্রী মোদী এর জন্য পূর্ববর্তী সরকারের সমালোচনা করেন এবং এই অঞ্চলে গ্যাস পাইপলাইন বসানোর চলমান কাজকে গুরুত্ব দেন। তিনি উল্লেখ করেন যে, এই পাইপলাইনগুলি লরিতে করে পেট্রোলিয়াম পণ্য পরিবহনের নির্ভরতা হ্রাস করবে, গ্রাহকদের খরচ কমাবে এবং সিএনজি যানবাহন ব্যবহারকে সক্ষম করবে। তিনি বলেন, নলবাহিত রান্নার গ্যাসের ফলে বাড়িগুলি উপকৃত হচ্ছে এবং আগামী দিনে আরও দুই লক্ষ বাড়িতে গ্যাস লাইন পৌঁছানোর লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানান। তিনি জোর দিয়ে বলেন, গ্যাসের সহজলভ্যতা ছত্তিশগড়ে নতুন শিল্প স্থাপনের সুবিধা সৃষ্টি করবে, যা উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
গত কয়েক দশক ধরে পূর্ববর্তী সরকারের নীতিগুলির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, এগুলি ছত্তিশগড় এবং অন্যান্য রাজ্যে নকশালবাদের উত্থানের জন্য দায়ি৷ তিনি বলেন, উন্নয়ন ও সম্পদের অভাব রয়েছে এমন এলাকায় নকশালবাদ বেড়েছিল এবং এই সমস্যাগুলি সমাধান করার পরিবর্তে, সেই সব জেলাগুলিকে পিছিয়ে পড়া জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি পূর্ববর্তী সরকারের শাসনকালে ছত্তিশগড়ের বিভিন্ন জেলা থেকে সবচেয়ে সুবিধাবঞ্চিত আদিবাসী পরিবারগুলির অবহেলার চিত্র তুলে ধরেন। বিপরীতে, দরিদ্র আদিবাসী সম্প্রদায়ের চাহিদা পূরণে বর্তমান সরকারের প্রচেষ্টার উপর গুরুত্ব দেন তিনি। প্রধানমন্ত্রী জানান, এই উদ্যোগগুলির মধ্যে রয়েছে শৌচাগার সরবরাহের জন্য স্বচ্ছ ভারত অভিযান, ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা প্রদান করতে আয়ুষ্মান ভারত প্রকল্প এবং ৮০ শতাংশ ছাড়ে ওষুধ সরবরাহ করতে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রের স্থাপন।
আদিবাসী সম্প্রদায়কে অবহেলা করে যারা সামাজিক ন্যায়বিচারের পক্ষে মিথ্যা দাবি করেন, তাদের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী। তিনি আদিবাসী সমাজের উন্নয়নে সরকারের অঙ্গীকারের উপর জোর দিয়ে, "ধরতি আবা জনজাতিয় উৎকর্ষ অভিযান" চালুর কথা উল্লেখ করেছেন, যার অধীনে আদিবাসী অঞ্চলে আনুমানিক ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে, এবং যা ছত্তিশগড়ে প্রায় ৭,০০০ আদিবাসী গ্রামের উপকারে আসছে। বিশেষভাবে ক্ষতিগ্রস্ত আদিবাসী গোষ্ঠীগুলি যে বিশেষ চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, সে সম্পর্কে শ্রী মোদী "প্রধানমন্ত্রী জনমন যোজনা" চালুর কথা উল্লেখ করেছেন, যা এই সম্প্রদায়গুলির জন্য এরকম প্রথম উদ্যোগ। তিনি বলেন, এই কর্মসূচির আওতায় ছত্তিশগড়ের ১৮টি জেলায় ২ হাজারেরও বেশি বসতি গড়ে তোলা হচ্ছে। তিনি দেশের আদিবাসী বসতিগুলোর জন্য ৫ হাজার কিলোমিটার দীর্ঘ সড়ক অনুমোদনের কথা তুলে ধরেছেন, যার প্রায় অর্ধেক ২,৫০০ কিলোমিটার ছত্তিশগড়ে হচ্ছে বলে জানান। তিনি উল্লেখ করেন যে, এই উদ্যোগের আওতায় বহু সুবিধাভোগী স্থায়ী বাড়ি পেয়েছেন। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অধীনে ছত্তিশগড়ের দ্রুত রূপান্তরের কথা তুলে ধরে শ্রী মোদী সুকমা জেলার স্বাস্থ্য কেন্দ্রের জাতীয় মানের শংসাপত্র অর্জন এবং দান্তেওয়াড়ায় একটি স্বাস্থ্য কেন্দ্রের পুনরায় চালু করার মতো সাফল্যের কারণে নতুন আত্মবিশ্বাস এসেছে বলে মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন যে এই প্রচেষ্টাগুলি নকশাল-প্রভাবিত অঞ্চলে স্থায়ী শান্তির একটি নতুন যুগের সূচনা করছে। বস্তার অলিম্পিকের কথা উল্লেখ করে, যা ডিসেম্বর ২০২৪ সালে তাঁর "মন কি বাত" অনুষ্ঠানে আলোচনা করা হয়েছিল, ছত্তিশগড়ের ইতিবাচক পরিবর্তনের প্রমাণ হিসাবে, তিনি রাজ্যের অগ্রগতির প্রতিফলন ঘটিয়ে এই ইভেন্টে হাজার হাজার যুবকের উৎসাহী অংশগ্রহণের কথা উল্লেখ করেন। তিনি ছত্তিশগড়ের যুবকদের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং রাজ্যের নতুন শিক্ষানীতির কার্যকর বাস্তবায়নের প্রশংসা করেন। সারা দেশে ১২,০০০ এরও বেশি আধুনিক পিএম শ্রী স্কুল প্রতিষ্ঠার কথা তুলে ধরেন তিনি, যার মধ্যে ছত্তিশগড়ে প্রায় ৩৫০টি স্কুল রয়েছে৷ এই বিদ্যালয়গুলি অন্যান্য বিদ্যালয়ের জন্য মডেল হিসেবে কাজ করবে এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করবে বলে জানান।
ছত্তিসগড়ের একলব্য মডেল স্কুলগুলোর চমৎকার কাজ এবং নকশাল প্রভাবিত এলাকায় স্কুলগুলোর পুনরায় খোলার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি রাজ্যে একটি বিদ্যা সমীক্ষা কেন্দ্রের উদ্বোধন করেন এবং এটিকে দেশের শিক্ষা ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জোর দিয়ে বলেন যে এই উদ্যোগটি শিক্ষার গুণমানকে বাড়িয়ে তুলবে, শ্রেণীকক্ষে শিক্ষকদের এবং শিক্ষার্থীদের জন্য যথা সময়ের সহায়তা প্রদান করবে।
নতুন জাতীয় শিক্ষানীতি অনুযায়ী, হিন্দিতে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং পড়াশোনার জন্য আরও একটি প্রতিশ্রুতি পূরণ করার কথা উল্লেখ করে, শ্রী মোদী জোর দিয়ে বলেন যে, এই উদ্যোগ গ্রাম, সুবিধাবঞ্চিত এবং আদিবাসী পরিবারের যুবকদের জন্য ভাষার বাধা দূর করে, তাদের স্বপ্ন পূরণে সহায়তা করবে। তিনি বিগত বছরগুলোতে শ্রী রমন সিং কর্তৃক স্থাপিত মজবুত ভিত্তির কথা স্বীকার করেন এবং বর্তমান সরকারের এই সম্পর্ককে আরো শক্তিশালী করার প্রচেষ্টার বিষয়টি পুনর্ব্যক্ত করেন। আগামী ২৫ বছরে এই ভিত্তির উপর উন্নয়নের একটি বিশাল কাঠামো নির্মাণের স্বপ্ন দেখেছিলেন বলে উল্লেখ করেন তিনি৷
ছত্তিশগড়ের সম্পদ, স্বপ্ন এবং সম্ভাবনার বিষয়ে উল্লেখ করে, প্রধানমন্ত্রী বলেন যে রাজ্যটি ৫০তম বার্ষিকী উদযাপনের আগেই দেশের অন্যতম শীর্ষ রাজ্য হয়ে ওঠার লক্ষ্য নির্ধারণ করেছে। উন্নয়নের সুবিধাগুলি ছত্তিশগড়ের প্রতিটি পরিবারে পৌঁছে দিতে সরকার কোনও প্রয়াসের কমতি রাখবে না বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী৷
উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছত্তিশগড়ের রাজ্যপাল শ্রী রমেন ডেকা, মুখ্যমন্ত্রী শ্রী বিষ্ণু দেও সাই, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মনোহর লাল ও শ্রী তোখন সাহু, ছত্তিশগড় বিধানসভার স্পিকার শ্রী রমন সিং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা৷
***
SKC/DM/KMD
(Release ID: 2117052)
Visitor Counter : 10