তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
azadi ka amrit mahotsav

ওয়েভস-২০২৫ ভারতের বৃহত্তম ‘কসপ্লে চ্যাম্পিয়নশিপে’র আয়োজন করবে, পপ সংস্কৃতি ও সৃজনশীলতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত

WAVES 2025 to Host India’s Biggest Cosplay Championship, Elevating Pop Culture & Creativity

Posted On: 30 MAR 2025 11:13AM by PIB Agartala

মুম্বাই, ৩০ মার্চ ২০২৫: ক্রিয়েটরস স্ট্রিট এবং এপিকো কন, তেলেঙ্গানা সরকার, আইসিএ (ইন্ডিয়ান কমিক্স অ্যাসোসিয়েশন), ফরবিডেন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (এমইএআই), তেলেঙ্গানা ভিএফএক্স অ্যানিমেশন অ্যান্ড গেমিং অ্যাসোসিয়েশন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সহযোগিতায় গর্বের সঙ্গে ‘ওয়েভস কসপ্লে চ্যাম্পিয়নশিপ’র ঘোষণা করছে— যা হবে ভারতের সর্বাধিক মর্যাদাপূর্ণ কসপ্লে প্রতিযোগিতা। ১-৪ মে, ২০২৫ মুম্বাইতে অনুষ্ঠিতব্য ২০২৫ সালের ‘ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট’ (ওয়েভস-২০২৫) ইভেন্টটি ভারতের সবচেয়ে প্রতিভাবান কসপ্লেয়ারদের এক মঞ্চে এনে দাঁড় করাবে। দিয়ে তাদের শিল্পনৈপুণ্য, নিষ্ঠা এবং পপ সংস্কৃতির দুনিয়ায় তাঁদের দক্ষতার উদযাপন করা হবে।

ওয়েভস কসপ্লে চ্যাম্পিয়নশিপ সম্পর্কে:

ওয়েভস কসপ্লে চ্যাম্পিয়নশিপের লক্ষ্য ভারতের ক্রমবর্ধমান কসপ্লে সম্প্রদায়কে শক্তিশালী করা, যেখানে অংশগ্রহণকারীরা তাদের দক্ষতা, সৃজনশীলতা এবং পপ সংস্কৃতির প্রতি আবেগকে বিশ্বমানের একটি প্ল্যাটফর্মে প্রদর্শন করতে পারবেন। এই চ্যাম্পিয়নশিপ ভারতের ক্রমবর্ধমান বিনোদন এবং এভিজিসি-এক্সআর (অ্যানিমেশন, ভিএফএক্স, গেমিং এবং এক্সটেন্ডেড রিয়েলিটি) খাতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা আত্মপ্রকাশ, উদ্ভাবন এবং পোশাক ডিজাইন, পারফরম্যান্স ও চরিত্র উপস্থাপনার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।

 

প্রতিযোগিতার প্রধান আকর্ষণ:

🔹 গ্র্যান্ড ফিনালে: ওয়েভস-২০২৫-এর মঞ্চে ৮০-১০০ জন ফাইনালিস্ট সরাসরি তাদের কসপ্লে প্রদর্শন করবেন।

🔹 জুরি: প্রতিযোগীদের বিচার করবেন শিল্পের খ্যাতনামা বিশেষজ্ঞরা, আন্তর্জাতিক অতিথিরা এবং কসপ্লে পেশাদাররা।

🔹 বিভিন্ন ক্যাটাগরি: প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত থাকবে ভারতীয় পুরাণ, পপ সংস্কৃতি, অ্যানিমে, মাঙ্গা, ডিসি, মার্ভেল এবং আরও অনেক কিছু।

🔹 বিশ্বব্যাপী স্বীকৃতি: আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জনের সুযোগ।

🔹 পুরস্কার মূল্য: ১,৫০,০০০/- টাকার বেশি পুরস্কার জেতার সুযোগ!

 

প্রতিযোগিতার কাঠামো ও নির্বাচনের মানদণ্ড:

✅ অনলাইন রেজিস্ট্রেশন ও জুরি পর্যালোচনা – কসপ্লেয়াররা অনলাইনে তাদের এন্ট্রি জমা দেবেন, যা জুরি পর্যালোচনা করবেন।

✅ ফাইনালিস্ট নির্বাচন – সেরা ৮০-১০০ জন কসপ্লেয়ার নির্বাচন করা হবে এবং ইমেলের মাধ্যমে তাদের জানানো হবে।

✅ ওয়েভস ২০২৫-এ লাইভ চ্যাম্পিয়নশিপ – ফাইনালিস্টরা সম্পূর্ণ কসপ্লেতে র‍্যাম্পে হেঁটে তাদের সেরা পোজ ও পারফরম্যান্স উপস্থাপন করবেন।

✅ জুরি মূল্যায়ন ও বিজয়ীদের ঘোষণা – নির্দিষ্ট বিচার মানদণ্ডের ভিত্তিতে একাধিক ক্যাটাগরির বিজয়ীদের ঘোষণা করা হবে।

 

গুরুত্বপূর্ণ তারিখসমূহ:

● রেজিস্ট্রেশন শুরু: মার্চ ২৮, ২০২৫

● জমাদানের শেষ তারিখ: এপ্রিল ৭, ২০২৫

● ওয়েভস কসপ্লে চ্যাম্পিয়নশিপ গ্র্যান্ড ফিনালে: ১-৪ মে, ২০২৫

 

বিস্তারিত তথ্য ও নিবন্ধীকরণের জন্য দেখুন:

https://creatorsstreet.in/.

 

নিবন্ধীকরণের লিঙ্ক: https://forms.office.com/r/xpeg7sD

 

ওয়েভস সম্পর্কে:

ভারত সরকারের উদোগে মহারাষ্ট্রের মুম্বাইয়ে আগামী ১ থেকে ৪ মে, ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘প্রথম ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট’ (ওয়েভস), যা মিডিয়া ও বিনোদন (এম. এন্ড ই.) খাতের একটি মাইলফলক অনুষ্ঠান।

যদি আপনি একজন এই শিল্পের পেশাদার, বিনিয়োগকারী, নির্মাতা বা উদ্ভাবক হন, এই সামিট আপনাকে বিশ্বমানের সংযোগ স্থাপন, সহযোগিতা, উদ্ভাবন এবং বিনোদন জগতে অবদান রাখার সুযোগ দেবে।

ওয়েভস ভারতের সৃজনশীল শক্তিকে আরও প্রসারিত করবে। এটি কন্টেন্ট নির্মাণ, বৌদ্ধিক সম্পত্তি এবং প্রযুক্তিগত উদ্ভাবনের কেন্দ্র হিসেবে ভারতের অবস্থানকে আরও দৃঢ় করবে। এই ক্ষেত্রের মধ্যে অন্তর্ভুক্ত আছে: ব্রডকাস্টিং, প্রিন্ট মিডিয়া, টেলিভিশন, রেডিও, ফিল্ম, অ্যানিমেশন, ভিজ্যুয়াল ইফেক্টস, গেমিং, কমিকস, সাউন্ড ও মিউজিক, বিজ্ঞাপন, ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, জেনারেটিভ এআই, অগমেন্টেড রিয়েলিটি (এআর), ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর), এক্সটেন্ডেড রিয়েলিটি (এক্সআর)।

 

** এনিয়ে আরও বিস্তারিত জানতে দেখুন:

 https://wavesindia.org/faq

 

পিআইবি টিম ওয়েভস-এর থেকে সর্বশেষ ঘোষণাগুলো পেতে আপডেটেড থাকুন।

খনই ওয়েভস-এ রেজিস্ট্রার করুন:  https://wavesindia.org/register-menu

 ***

SKC/ADK/KMD


(Release ID: 2116975) Visitor Counter : 10


Read this release in: English