আয়ুষ
azadi ka amrit mahotsav

দেশ জুড়ে আয়ুষ ব্যবস্থাপনার সার্বিক উন্নয়নে গত পাঁচ বছরে জাতীয় আয়ুষ মিশন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ২৭৬৫২৯.৮৭ লক্ষ টাকা দিয়েছে

प्रविष्टि तिथि: 25 MAR 2025 6:11PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ মার্চ, ২০২৫

 

জাতীয় আয়ুষ মিশনের আওতায় দেশ জুড়ে আয়ুষ ব্যবস্থাপনার সার্বিক উন্নয়ন ঘটাতে আয়ুষ মন্ত্রক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সহায়তা করে থাকে। গত ৫ বছর ধরে সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি এই মর্মে মন্ত্রকের কাছে প্রস্তাব পাঠিয়েছে। সেই প্রস্তাব অনুসারে, মোট ২৭৬৫২৯.৮৭ লক্ষ টাকা সহায়তা করা হয়েছে। আয়ুষ মন্ত্রক এই সময়কালে ১৪৫টি সুসংহত আয়ুষ হাসপাতাল গড়ে তোলার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ত্রিপুরার পশ্চিম ও দক্ষিণ ত্রিপুরা জেলায়, আসামের গোয়ালপাড়া, মাজুলি, কোকড়াঝাড়, বক্সা, মরিগাঁও ও নওগাঁও জেলায় এবং দক্ষিণ আন্দামানে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল গড়ে তোলা হচ্ছে। এছাড়াও, আসামে বাজালিতে ১০ শয্যাবিশিষ্ট এবং কার্বি আঙলং – এ ৩০ শয্যাবিশিষ্ট হাসপাতাল গড়ে তোলা হচ্ছে।

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আবেদনের ভিত্তিতে বিভিন্ন আয়ুষ হাসপাতাল ও ডিসপেনসারির মানোন্নয়ন এবং ওষুধ সরবরাহের জন্য মন্ত্রক সহায়তা করে। আয়ুষ পদ্ধতি চিকিৎসা করার উদ্দেশ্যে আয়ুষ গ্রাম গড়ে তোলা হচ্ছে। জাতীয় আয়ুষ মিশনের নীতি অনুযায়ী, একটি ব্লকের ২-৩টি গ্রামে ২০০০-৩০০০ জনবসতিপূর্ণ অঞ্চলে ৩ লক্ষ টাকা আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে। গত ৫ বছরে পশ্চিমবঙ্গে ৮টি, ত্রিপুরায় ১টি, আসামে ৪টি এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৭টি আয়ুষ গ্রাম গড়ে তুলতে কেন্দ্রীয় সরকার সহায়তা করেছে।

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী প্রতাপরাও জাধব।

 

SC/CB/SB


(रिलीज़ आईडी: 2115441) आगंतुक पटल : 23
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी