তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
azadi ka amrit mahotsav

ভারতের দর্শকদের জন্য বিশ্বমানের ফুটবল মহারণ নিয়ে আসতে ‘ডিএফবি-পোকাল’-এর সেমি-ফাইনাল ও গ্র্যান্ড ফিনালে সরাসরি সম্প্রচার করবে ওয়েভস ওটিটি

ভারতীয় ফ্যানদের জন্য ওয়েভস ওটিটি’র বিশেষ প্রতিযোগিতা— জার্মানিতে গিয়ে ‘ডিএফবি-পোকাল’ ফাইনাল দেখার সুযোগ জিতুন

Posted On: 19 MAR 2025 7:01PM by PIB Agartala

নয়াদিল্লি, ১৯ মার্চ ২০২৫: ভারতের ফুটবলপ্রেমীদের জন্য দারুণ খবর! ডিএফবি-পোকাল (ডয়চার ফুটবল বুন্ড-পোকাল)-এর সহযোগিতায় ওয়েভস ওটিটি আগামী ২ ও ৩ এপ্রিল সেমি-ফাইনাল ম্যাচ এবং ২৪ মে ২০২৫-এ গ্র্যান্ড ফিনালে সরাসরি সম্প্রচার করবে। জার্মানির ফুটবল এসোসিয়েশন এই ডিএফবি। ভারত ও জার্মানির ফুটবল সম্পর্ককে আরও মজবুত করতে, প্রসার ভারতী এবং ডিএফবি একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে ভারতীয় দর্শকদের জন্য ফুটবলের আরও বেশি বিষয়বস্তু উপলব্ধ করা এবং অনূর্ধ্ব-১৭ প্রতিভা অন্বেষণ টুর্নামেন্ট চালু করা হবে। এই টুর্নামেন্ট থেকে ২০ জন তরুণ ভারতীয় খেলোয়াড় জার্মানিতে প্রশিক্ষণের সুযোগ পাবেন।

প্রসার ভারতীর সিইও গৌরব দ্বিবেদী এনিয়ে বলেছেন, “ডিএফবি-এর সঙ্গে এই সহযোগিতা ভারতীয় দর্শকদের শুধুমাত্র শীর্ষ পর্যায়ের ফুটবল অ্যাকশনই উপহার দিচ্ছে না, বরং আমাদের তরুণ ফুটবল খেলোয়াড়দের আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের পথও খুলে দিচ্ছে। উচ্চমানের কনটেন্টকে প্রাথমিক স্তরের উন্নয়নের সঙ্গে একীভূত করে, আমরা ভারতে আরও শক্তিশালী ফুটবল সংস্কৃতি গড়ে তুলছি এবং আমাদের যুবদের জন্য অভূতপূর্ব বৈশ্বিক সুযোগ তৈরি করছি।"

ডিএফবি জিএমবিএইচ অ্যান্ড কো. কেজি’র ব্যবস্থাপনা পরিচালক ড. হোলগার ব্লাস্ক জানিয়েছেন, “প্রসার ভারতীর সঙ্গে এই যুগান্তকারী সহযোগিতা নিয়ে আমরা অত্যন্ত গর্বিত ও উচ্ছ্বসিত। ওয়েভস এবং ডিডি-স্পোর্টস-এর মাধ্যমে তাদের ব্যাপক ফ্রি-টু-এয়ার সম্প্রচার পৌঁছে যাচ্ছে অসংখ্য দর্শকের কাছে, যা ডিএফবি-পোকালের গণতন্ত্রীকরণের কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুপ্রেরণাদায়ক বৈশিষ্ট্য এবং অসংখ্য “ডেভিড বনাম গোলিয়াথ” মুহূর্তের কারণে, ডিএফবি-পোকাল ভারতীয় ফুটবল ভক্তদের জন্য পুরোপুরি উপযুক্ত।

ভারত-জার্মানির মধ্যেকার ফুটবলের সম্পর্ককে আরও দৃঢ় করতে, ডিএফবি ও প্রসার ভারতীর মধ্যে একটি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে, যা ভারতে বিশ্বমানের ফুটবল কনটেন্টের প্রবাহ বাড়াবে। এই সহযোগিতার মাধ্যমে সমগ্র ভারতে একটি অনূর্ধ্ব-১৭ প্রতিভা অন্বেষণ টুর্নামেন্ট আয়োজনের পথ সুগম হবে, যেখানে ২০ জন প্রতিশ্রুতিশীল তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়ে জার্মানিতে বিশেষ প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন। এই উদ্যোগ বাস্তবায়নে ডিএফবি’র সঙ্গে তাদের সহযোগী ‘ব্র্যান্ড নেক্সট’ও কাজ করবে।

এই আকর্ষণকে আরও বাড়াতে একটি বিশেষ প্রতিযোগিতা চালু করা হয়েছে, যেখানে জয়ী দুইজন ভাগ্যবান ভারতীয় ফুটবলপ্রেমী সম্পূর্ণ খরচবিহীন জার্মানি সফরের এবং সরাসরি বার্লিনে বসে ‘ডিএফবি-পোকাল’ ফাইনাল দেখার সুযোগ পাবেন। প্রতিযোগিতায় অংশ নিতে হলে, ‘ওয়েভস ওটিটি’ অ্যাপ ডাউনলোড করে ‘ডিএফবি-পোকাল সেমি-ফাইনাল’ ম্যাচ দেখতে হবে এবং সহজ কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। বিজয়ীদের নাম শেষ সেমি-ফাইনাল ম্যাচের দিন ঘোষণা করা হবে, এবং তারা জার্মানিতে বসে রোমাঞ্চকর ফাইনাল উপভোগের সুযোগ পাবেন!

ফুটবল প্রশিক্ষণ ও প্রসারের প্রতি প্রতিশ্রুতির অংশ হিসেবে, ওয়েভস ওটিটি একটি বিশেষ ডিএফবি-পোকাল টিউটোরিয়াল সিরিজ চালু করবে। এই সিরিজে থাকবে ঐতিহাসিক বিশ্লেষণ, সংরক্ষিত ফুটেজ এবং বিশেষজ্ঞদের বিশদ মূল্যায়ন, যা দর্শকদের জার্মানির মর্যাদাপূর্ণ নকআউট টুর্নামেন্ট সম্পর্কে গভীরতর উপলব্ধি দিতে সহায়তা করবে।

ডিএফবি-পোকাল সম্পর্কে:

ডিএফবি-পোকাল (ডয়চার ফুটবল-বুন্ড পোকাল) হলো জার্মানির শীর্ষস্থানীয় ঘরোয়া ফুটবল কাপ প্রতিযোগিতা, যার আয়োজন করে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন ‘ডিএফবি’।

 ***

SKC/ADK/KMD


(Release ID: 2114249) Visitor Counter : 14


Read this release in: English