অর্থ মন্ত্রক
azadi ka amrit mahotsav

অনলাইনে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে ৩৫৭টি গেমিং ওয়েবসাইট ব্লক করলো অর্থ মন্ত্রক

DGGI blocks 357 websites/URLs of illegal/non-compliant offshore online money gaming entities

Posted On: 22 MAR 2025 2:38PM by PIB Agartala

নয়াদিল্লি, ২২ মার্চ, ২০২৫: পণ্য ও পরিষেবা কর গোয়েন্দা বিভাগ, ডিজিজিআই এর মহা নির্দেশকের কার্যালয়, অবৈধভাবে অনলাইনে বিদেশী অর্থ লেনদেনের অভিযোগে ৩৫৭টি গেমিং ওয়েবসাইট ব্লক করে দিয়েছে। দেশী এবং বিদেশী উভয় অংশের প্রায় ৭০০ জন এই ধরনের অবৈধ অর্থ লেনদেনের সাথে জড়িত রয়েছে বলে জানা গেছে। এরকম অনলাইনে বিদেশী অর্থ লেনদেনের বহু গেমিং ওয়েবসাইট এর ওপর কঠোর নজরদারি রাখা হয়েছে। অর্থ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে এই সংস্থাগুলো জিএসটি রেজিস্ট্রেশন না করে, ক অনুশাসন ও বিধান কে লঙ্ঘন করার  মাধ্যমে জিএসটি ফাঁকি দিয়ে কাজ করছে।

সম্প্রতি  ডিজিজিআই  এর অভিযানে এই ধরনের বেআইনি কাজের সাথে জড়িত বহু  সংস্থাকে ব্লক করা হয়েছে যারা বেআইনিভাবে অর্থ সংগ্রহ চলেছে এবং তাদের সাথে  প্রায় দুই হাজার ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত রয়েছে এবং এদের মাধ্যমে প্রায় চার কোটি টাকা লেনদেন হয়েছে। এছাড়াও মন্ত্রক জানিয়েছে অফশোর সংস্থাগুলির কিছু ওয়েবসাইটে পাওয়া ইউপিআই আইডির সাথে যুক্ত ৩৯২টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মোট ১২২ কোটি ৫ লক্ষ টাকা অবৈধ ভাবে লেনদেন হয়েছে। তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রক।

***

SKC.KG/PS/KMD


(Release ID: 2114248) Visitor Counter : 21


Read this release in: English