বাণিজ্য ও শিল্প মন্ত্রক
azadi ka amrit mahotsav

আইজল থেকে অ্যানথুরিয়াম ফুলের প্রথম চালান রপ্তানি সিঙ্গাপুরে

First-ever export of Anthurium Flowers from Mizoram to Singapore, a fillip to India's Floriculture Potential

Posted On: 22 MAR 2025 12:14PM by PIB Agartala

নতুন দিল্লি, ২২ মার্চ ২০২৫: উত্তর-পূর্বাঞ্চল থেকে ফুল দেশের বাইরে রপ্তানির বাড়ানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য পণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ এপিডা। সম্প্রতি মিজোরাম সরকারের উদ্যানফলন দপ্তরের সহযোগিতায়, আইজল থেকে সিঙ্গাপুরে অ্যানথুরিয়াম ফুলের প্রথম চালান রপ্তানি হলো। ৫০ টি  বাক্সে প্যাক করা ১০২৪ টি অ্যান্থুরিয়াম কাটা ফুলের ৭০ কেজি ওজনের এই চালানটি রপ্তানির পেছনে রয়েছে আইভিসি অ্যাগ্রোভেট প্রাইভেট লিমিটেড। যে সংস্থা  আইজলের মহিলাদের পরিচালিত জো অ্যান্থুরিয়াম গ্রোয়ার্স কো-অপারেটিভ সোসাইটি থেকে এই ফুল রপ্তানির জন্য সংগ্রহ করে।

***

SKC/KG/PS/KMD


(Release ID: 2114247) Visitor Counter : 15


Read this release in: English