তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে ওয়েভস-২০২৫ (WAVES) সম্মেলন: মহারাষ্ট্রের মুখ্যসচিব এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার সচিবের যৌথ সভাপতিত্বে হল উচ্চ পর্যায়ের বৈঠক|
মুখ্যসচিব সুজাতা সওনিক ওয়েভস-২০২৫ সম্মেলনের সাফল্যের জন্য মহারাষ্ট্র সরকারের পূর্ণ সহায়তার প্রতিশ্রুতি দিলেন।
ওয়েভস সম্মেলন মিডিয়া ও বিনোদন ক্ষেত্রের জন্য একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম: তথ্য ও সম্প্রচার সচিব সঞ্জয় জাজু।
Posted On:
07 MAR 2025 5:05PM by PIB Agartala
ওয়েভস-২০২৫ (WAVES) সম্মেলন আয়োজনের জন্য মুম্বাই সম্পূর্ণ রূপে প্রস্তুত। ভারতের সৃজনশীল অর্থনীতিকে বৈশ্বিক পর্যায়ে আরও সুসংহত করতে সহায়তা করবে এই ওয়েভস-২০২৫। মহারাষ্ট্র সরকারের মুখ্যসচিব শ্রীমতি সুজাতা সওনিক এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী সঞ্জয় জাজু ‘ওয়েভস’-এর আয়োজন সফলভাবে করার জন্য সম্প্রতি মুম্বাইয়ে সরকারি বিভিন্ন দফতরের পদস্থ আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের এক বৈঠক করেন। মহারাষ্ট্র সরকার বিশ্বমানের পরিকাঠামো, আতিথেয়তা এবং রসদ ও সমন্বয় ব্যবস্থা অর্থাৎ লজিস্টিকস সুনিশ্চিত করে এই আয়োজনকে একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ করে তোলার জন্য সম্পূর্ণ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে।
মহারাষ্ট্র সরকারের মুখ্য সচিব শ্রীমতি সুজাতা সওনিক এই বৈশ্বিক সম্মেলনের জন্য একটি রাজ্যস্তরের কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, সম্মেলনের সাফল্য নিশ্চিত করতে প্রশাসনের প্রতিটি বিভাগ পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করবে।
এনিয়ে বক্তব্য রাখতে গিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী সঞ্জয় জাজু বলেন, "এই সম্মেলন গণমাধ্যম ও বিনোদন খাতের জন্য একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম। এই সম্মেলনের মূল লক্ষ্য হলো ভারতীয় গণমাধ্যম ও বিনোদন খাতকে বৈশ্বিক পর্যায়ে সংযুক্ত করে এর বিকাশ ঘটানো।”
বৈঠকে একটি যৌথ সমন্বয় কমিটি গঠন, রসদ ও ব্যবস্থাপনা অর্থাৎ লজিস্টিক ব্যবস্থাপনা এবং বহিরঙ্গনে নানাভাবে প্রচারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচিত হয়। পাশাপাশি, প্রচারের জন্য একটি বিস্তৃত পরিকল্পনা তৈরি করা হয়, যেখানে তথ্য ও সম্প্রচার মন্ত্রক বৈশ্বিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং শিল্প প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর দায়িত্ব গ্রহণ করেছে। কর্মকর্তারা সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিদের জন্য নিরাপত্তা, জরুরি পরিষেবা এবং নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করার বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিয়েছেন। সম্মেলনের সফল বাস্তবায়ন সুনিশ্চিত করতে একজন সিনিয়র নোডাল অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি সামগ্রিক সমন্বয়ের তদারকি করবেন।
ভারত সরকার এবং মহারাষ্ট্র সরকারের বরিষ্ঠ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন, যাতে লজিস্টিকস, আতিথেয়তা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং প্রশাসনিক সহায়তার ক্ষেত্রে সর্বোচ্চ সমন্বয় স্থাপন করা যায়। সম্মেলনটি সফলভাবে পরিচালনা ও আন্তর্জাতিক অংশগ্রহণ নিশ্চিত করতে সর্বোচ্চ গুণমান বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে।
বৈঠকে পিআইবি’র প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল শ্রী ধীরেন্দ্র ওঝা, সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশনের ডিরেক্টর জেনারেল শ্রী যোগেশ বাওয়েজা, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের যুগ্ম সচিব শ্রী সঞ্জীব শংকর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের যুগ্ম সচিব সি. সেন্থিল রাজন, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের যুগ্ম সচিব শ্রী অজয় নাগভূষণ এবং প্রেস ইনফরমেশন ব্যুরো, ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, আকাশবাণী, দূরদর্শন এবং ওয়েভস কাউন্সিলের নোডাল অফিসাররা উপস্থিত ছিলেন।
মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে বৃহন-মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশনের পৌর কমিশনার, সংস্কৃতি বিষয়ক দফতরের অতিরিক্ত মুখ্য সচিব, পর্যটন দফতরের প্রধান সচিব, এম.আই.ডি.সি.-এর মুখ্য নির্বাহী আধিকারিক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরের বরিষ্ঠ কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব এবং বরিষ্ঠ কর্মকর্তারা ওয়েভস-২০২৫-এর সার্বিক প্রস্তুতি মূল্যায়নের জন্য লজিস্টিক ব্যবস্থার বিস্তারিত বিষয় পরিদর্শন করেন।
** এই যুগান্তকারী সম্মেলনের দিকে নজর রাখুন, যেখানে শিল্পের শীর্ষ ব্যক্তিত্বরা এক মঞ্চে জড়ো হবেন এবং ডিজিটাল ও সৃজনশীল অর্থনীতির ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখবেন। https://wavesindia.org/
ওয়েভস সম্পর্কে:
ভারত সরকারের উদ্যোগে ১-৪ মে ২০২৫, মহারাষ্ট্রের মুম্বইয়ে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম “ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট” (ওয়েভস), যা গণমাধ্যম ও বিনোদন (এম. এন্ড ই.) খাতের জন্য এক যুগান্তকারী আয়োজন।
আপনি যদি শিল্প পেশাদার, বিনিয়োগকারী, সৃজনশীল ব্যক্তি বা উদ্ভাবক হন, তবে এই সম্মেলন আপনার জন্য আদর্শ একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম, যেখানে আপনি সংযোগ গড়তে, সহযোগিতা বাড়াতে, উদ্ভাবন করতে এবং গণমাধ্যম ও বিনোদন খাতে অবদান রাখতে পারবেন।
ওয়েভস সম্মেলন ভারতের সৃজনশীল শক্তিকে আরও প্রসারিত করবে এবং দেশকে কনটেন্ট নির্মাণ, মেধাস্বত্ব ও প্রযুক্তিগত উদ্ভাবনের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে। এই সম্মেলনে যে শিল্প ও ক্ষেত্রগুলোর ওপর গুরুত্ব দেওয়া হবে, তার মধ্যে রয়েছে সম্প্রচার, প্রিন্ট মিডিয়া, টেলিভিশন, রেডিও, চলচ্চিত্র, অ্যানিমেশন, ভিজ্যুয়াল ইফেক্টস, গেমিং, কমিক্স, সাউন্ড ও মিউজিক, বিজ্ঞাপন, ডিজিটাল মিডিয়া, সমাজ মাধ্যমের প্ল্যাটফর্ম, জেনারেটিভ এআই, অগমেন্টেড রিয়ালিটি (এ.আর.), ভার্চুয়াল রিয়ালিটি (ভি.আর.) এবং এক্সটেন্ডেড রিয়ালিটি (এক্স.আর.)|
ওয়েভস নিয়ে কোনো কিছু জানতে চান? উত্তর পেতে এখানে দেখুন! :- https://wavesindia.org/faq
আমাদের সঙ্গে এই অভিযাত্রায় শামিল হোন! ওয়েভস-এ নিবন্ধন করুন|
*****
SKC/ADK/KMD
(Release ID: 2111382)
Visitor Counter : 34