জলশক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

সংসদে প্রশ্ন : জল জীবন মিশনের তহবিল

Posted On: 13 MAR 2025 11:53AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ মার্চ, ২০২৫

 

দেশের প্রতিটি গ্রামীণ পরিবারে নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভারত সরকার রাজ্যগুলির সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ২০১৯ সালের আগস্ট মাস থেকে জল জীবন মিশনের রূপায়ণ শুরু করেছে। 

জল জীবন মিশনের সূচনায় ২০১৯ সালের আগস্টে দেশে ৩.২৩ কোটি (১৬.৭ শতাংশ) গ্রামীণ পরিবারে নলবাহিত জলের সংযোগ ছিল। ০৬.০৩.২০২৫ পর্যন্ত পাওয়া হিসাবে জল জীবন মিশনের আওতায় আরও প্রায় ১২.২৮ কোটি গ্রামীণ পরিবারে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া গেছে। সব মিলিয়ে দেশের ১৯.৩৬ কোটি গ্রামীণ পরিবারের মধ্যে ১৫.৫১ কোটি (৮০.০৭ শতাংশ) পরিবারে নলবাহিত পানীয় জল পৌঁছেছে। 

প্রাথমিকভাবে এই মিশনের জন্য ৩.৬০ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়। এর মধ্যে কেন্দ্রের ভাগ ছিল ২.০৮ লক্ষ কোটি টাকা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী তাঁর ২০২৫-২৬ সালের বাজেট বক্তৃতায় জল জীবন মিশনের মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত বাড়ানোর এবং এজন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের ঘোষণা করেছেন। 

পানীয় জল রাজ্যের বিষয় হওয়ায়, রাজ্যগুলিকে এ সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন, অনুমোদন, রূপায়ণ ও পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে। 


লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় জলশক্তি প্রতিমন্ত্রী শ্রী ভি সোমান্না এই তথ্য জানিয়েছেন।

 

SC/SD/DM.


(Release ID: 2111264) Visitor Counter : 21