প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী মরিশাসের জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে মরিশাসের সর্বোচ্চ নাগরিক সম্মান গ্রহণ করলেন

Posted On: 12 MAR 2025 3:12PM by PIB Agartala

নয়াদিল্লি, ১২ মার্চ ২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মরিশাস প্রজাতন্ত্রের ৫৭তম জাতীয় দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে মরিশাস প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি মহামান্য শ্রী ধর্মবীর গোকুল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে "গ্র্যান্ড কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য স্টার অ্যান্ড কি অব দ্য ইন্ডিয়ান ওশান" (জিসিএসকে) সম্মানে ভূষিত করেন, যা মরিশাসের সর্বোচ্চ নাগরিক সম্মান। প্রথমবারের মতো কোনো ভারতীয় নেতা এই সম্মান পেলেন।

প্রধানমন্ত্রী মোদী এই সম্মানকে ভারত ও মরিশাসের বিশেষ বন্ধুত্বের প্রতি এবং ভারতের ১৪০ কোটি জনগণ ও মরিশাসে তাদের ১৩ লাখ ভাই-বোনদের প্রতি উৎসর্গ করেন।

জাতীয় দিবস উদযাপনের অংশ হিসেবে, ভারতীয় নৌবাহিনীর একটি মার্চিং কন্টিনজেন্ট কুচকাওয়াজে অংশগ্রহণ করে। পাশাপাশি, জাতীয় দিবস উদযাপনের অংশ হিসেবে, ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজও বিশেষ সফরে মরিশাসের বন্দরে নোঙর করে।

***

SKC/ADK/KMD


(Release ID: 2111052) Visitor Counter : 12


Read this release in: English