পরিসংখ্যানএবংকর্মসূচিরূপায়ণমন্ত্রক
মাসিক মাথা পিছু খরচ বৃদ্ধি
Posted On:
10 MAR 2025 2:11PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ মার্চ , ২০২৫
কেন্দ্রীয় পরিসংখ্যান এবং কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের অধীন ন্যাশনাল স্ট্যাটিসটিক্স অফিস (এনএসও) নিয়মিত প্রত্যেক পরিবারের খরচের সমীক্ষা করে থাকে। পরিবারের খরচা নিয়ে পর পর দুটি সমীক্ষা হয়েছে ২০২২ এর অগাস্ট থেকে ২০২৩-এর জুলাই পর্যন্ত এবং ২০২৩-এর অগাস্ট থেকে ২০২৪-এর জুলাই পর্যন্ত। এই দুটি সমীক্ষা থেকে ২০২২-২৩ এবং ২০২৩-২৪-এর মাথা পিছু মাসিক গড় খরচের পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ২০২২-২৩-এর থেকে ২০২৩-২৪-এ মাসিক মাথা পিছু খরচের পরিবর্তনের শতাংশ গ্রামাঞ্চল এবং শহরাঞ্চলের জন্য আলাদা করে পাওয়া গেছে। সারা ভারতে গ্রামাঞ্চলে ২০২২-২৩ এ মাথা পিছু গড় খরচ ৩,৭৭৩ টাকা। ২০২৪-এ ৪,১২২ টাকা। ২০২২-২৩-এর তুলনায় ২০২৩-২৪-এ পরিবর্তনের হার ৯.২%। ২০২২-২৩-এ শহরাঞ্চলে মাসিক মাথা পিছু খরচের পরিমাণ ছিল ৬,৫৫৯ টাকা। ২০২৩-২৪-এ ৬৯৯৬ টাকা। পরিবর্তনের হার ৮.৩%। পশ্চিমবঙ্গে গ্রামাঞ্চলে ২০২২-২৩-এ ৩,২৩৯ টাকা ২০২৩-২৪-এ ৩,৬২০ টাকা। পরিবর্তনের হার ১১.৮%। রাজ্যে ২০২২-২৩-এ শহরাঞ্চলে ৫,২৬৭ টাকা এবং ২০২৩-২৪-এ ৫,৭৭৫ টাকা। পরিবর্তনের হার ৯.৬%। ২০২২-২৩-এ সারা দেশের হিসাব অনুযায়ী গ্রামাঞ্চলের থেকে শহরাঞ্চলের মাসিক গড় মাথা পিছু খরচের তফাত ছিল ৭১%। ২০২৩-২৪-এ ৭০%।
ভারত সরকার গ্রাম ও শহরের খরচের এই বৈষম্য কমাতে এবং জীবনের মান উন্নত করতে একাধিক কর্মসূচি নিয়েছে, যেমন PMEGP, MGNREGS, DDU-GKY, RSETI, DAY-LUL, PMMY, PMDGY, পিএম কিষাণ, আয়ুষ্মান ভারত, PMGKAOI, PMAY, PMUY ইত্যাদি।
রাজ্যসভায় আজ লিখিত জবাবে একথা জানিয়েছেন পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং কোম্পানী বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী রাও ইন্দরজিৎ সিং।
SC/ AP/NS…
(Release ID: 2109870)