শিক্ষা মন্ত্রক
পরীক্ষা পে চর্চা: সক্ষম হচ্ছে শিক্ষার্থীরা, রূপান্তরিত হচ্ছে জীবন
Posted On:
09 FEB 2025 12:21PM by PIB Agartala
নয়াদিল্লি,৯ ফেব্রুয়ারী ২০২৫: আগামীকাল ১০ ফেব্রুয়ারী পরীক্ষা পে চর্চা অনুষ্ঠান। নয়াদিল্লিতে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশের নানা অঞ্চলের ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে আলাপচারিতা করবেন।
পরীক্ষা মানেই ছাত্রছাত্রীদের এবং তাদের পরিবারের জন্য উৎকণ্ঠা ও চাপের বিষয় বলে বরাবরের এই আখ্যানটি কিন্তু গত কয়েক বছর ধরে পাল্টে যেতে শুরু করেছে। বিশেষত ২০১৮ থেকে প্রধানমন্ত্রীর শ্রী নরেন্দ্র মোদী পরীক্ষা পে চর্চা (পিপিসি) অনুষ্ঠানের মধ্য দিয়ে তা স্পষ্ট হচ্ছে। আগামীকাল সকাল ১১ টায় এই বছরের পিপিসি আবারও একটি মতবিনিময়মূলক মঞ্চ হিসাবে উপস্থিত হচ্ছে, যেখানে প্রধানমন্ত্রী সরাসরি শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের সঙ্গে যুক্ত হবেন। পিপিসির প্রতিটি সংস্করণ পরীক্ষা-সম্পর্কিত উৎকণ্ঠা ও উদ্বেগ মোকাবেলা করার জন্য উদ্ভাবনী পদ্ধতির উপর আলোকপাত করে, শেখার এবং জীবনের প্রতি উদযাপনের মনোভাব গড়ে তোলে।
এবছর সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের পর্ষদ, সরকারি বিদ্যালয়, কেন্দ্রীয় বিদ্যালয়, সৈনিক স্কুল, একলব্য মডেল আবাসিক স্কুল, সিবিএসই এবং নবোদয় বিদ্যালয়ের ৩৬ জন ছাত্র-ছাত্রীকে মনোনীত করা হয়েছে। এদের মধ্যে কয়েকজন প্রেরণা স্কুর কর্মসূচির প্রাক্তনী, কলা উৎসব এবং বীরগাথার বিজয়ী। এই ছাত্র-ছাত্রীদের বেছে নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার জন্য – এই সংস্করণটি হতে চলেছে ভারতের বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তির প্রকৃত প্রতিফলন।
২০২৫ এর পিপিসি-তে দেখা যাবে ৮টি পরিচ্ছদের নতুন আঙ্গিক। প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম আলাপচারিতাটি সরাসরি সম্প্রচার হবে দূরদর্শন, স্বয়ম, স্বয়মপ্রভা, পিএমও ইউটিউব চ্যানেল এবং শিক্ষামন্ত্রক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সোশ্যাল মিডিয়া চ্যানেলে, যাতে সারা দেশের দর্শকরা এই অভিজ্ঞতাবর্ধক অনুষ্ঠানে অংশ নিতে পারেন।
অষ্টম পরীক্ষা পে চর্চায় অংশ নেবেন বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামা কয়েকজন ব্যক্তিত্ব, যাঁরা তাঁদের অভিজ্ঞতা, জ্ঞান তুলে ধরবেন, জীবন এবং শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ছাত্র-ছাত্রীদের পথ দেখাবেন। এই এপিসোডগুলিতে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদেরও বেছে নেওয়া হয়েছে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং জাতীয় স্তরে বিদ্যালয়ের প্রতিযোগিতা থেকে। এই এপিসোডগুলিতে যে সব বিষয়ে আলোকপাত করা হবে, সেগুলি হল:
• ক্রীড়া ও শৃঙ্খলা: এম সি মেরিকম, অবনী লেখারা এবং সুহাস যতিরাজ বলবেন লক্ষ্য নির্দিষ্ট করা, দৃঢ়তা এবং শৃঙ্খলার মাধ্যমে মানসিক চাপ কমানো নিয়ে।
• মানসিক স্বাস্থ্য: দীপিকা পাড়ুকোন আলোচনা করবেন মানসিক সুস্থতা এবং নিজ বক্তব্য প্রকাশের গুরুত্ব নিয়ে।
• পুষ্টি: সোনালী সাভেরওয়াল এবং রুজুতা দিভেকর স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাসের ওপর আলোকপাত করবেন এবং লেখাপড়ায় সাফল্য পেতে ভালো ঘুমের ভূমিকা নিয়ে বলবেন। রেবন্ত হিম্মতসিংকা, যিনি খাদ্য কৃষক হিসেবে পরিচিত, তিনি সুস্থ জীবনযাত্রা সম্পর্কে পরামর্শ দেবেন।
• প্রযুক্তি ও অর্থ: গৌরব চৌধুরী (টেকনিক্যাল গুরুজি) এবং রাধিকা গুপ্তা শিক্ষায় তৎপরতা এবং আর্থিক সাক্ষরতার জন্য প্রযুক্তির ভূমিকা নিয়ে আলোচনা করবেন।
• সৃষ্টিশীলতা এবং ইতিবাচকতা: বিক্রান্ত ম্যাসি এবং ভূমি পেডনেকর ছাত্র-ছাত্রীদের নেতিবাচক ভাবনা ঝেড়ে ফেলে কীভাবে ইতিবাচক মনোভাব নিতে হবে সেই বিষয়ে শিক্ষা দেবেন।
• মনোসংযোগ এবং মানসিক শান্তি: সদগুরু ছাত্র-ছাত্রীদের মনোসংযোগ এবং মন পরিষ্কার রাখার কলাকৌশল হাতে কলমে শেখাবেন।
• সাফল্যের কাহিনী: ইউপিএসসি, আইআইটি-জেইই, সিএলএটি, সিবিএসই, এনডিএ, আইসিএসই ইত্যাদির মতো বিভিন্ন পরীক্ষায় শীর্ষস্থানাধিকারীদের পাশাপাশি পিপিসি-র পূর্ব সংস্ককরণে অংশগ্রহণকারীরা কীভাবে পরীক্ষা পে পর্চা তাদের প্রস্তুতিতে সাহায্য করেছে এবং অনুপ্রাণিত করেছে তা বর্ণনা করবেন।
২০১৮-য় শুরু হওয়া থেকে পরীক্ষা পে চর্চা এখন একটি জাতীয় আন্দোলনে পরিণত হয়েছে। এবছরের সংস্করণটিতে ৫ কোটির বেশি অংশগ্রহণকারী অংশ নিচ্ছে, যা এক রেকর্ড। ২০২৪ সালের ২৯শে জানুয়ারি অনুষ্ঠিত পরীক্ষা পে চর্চার সপ্তম সংস্করণটিতে অন্য নিতে মাইগভ পোর্টালে নিবন্ধন করেছিল ২ কোটি ২৬ লক্ষ।
গত কয়েক বছরে, পিপিসি পরীক্ষা-সম্পর্কিত চাপের বদলে তাকে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্যে একটি সুযোগ হিসেবে দেখার মানসিকতায় পরিণত করেছে। প্রধানমন্ত্রী মোদী প্রকৃত প্রশ্নগুলোর উত্তর দিয়ে এবং কার্যকর সমাধানের প্রস্তাব করে, নীতি ও অনুশীলনের মধ্যে ব্যবধানকে কমিয়ে আনার পথ দেখিয়েছেন এবং এর মাধ্যমে শিক্ষার্থীদেরকে চাপের মধ্যে থেকেও উন্নতি ঘটাতে সক্ষম করে তুলেছেন। এই কর্মসূচির মধ্যে যে সার্বিক অন্তর্ভুক্তির নীতি রয়েছে, আছে ডিজিটাল পরশ এবং উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি যা আসলে ভারতে শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ততা স্থাপনের মূল ভিত্তি হিসাবে পরিগণিত হয়েছে এবং এপথে সাফল্য দেখিয়ে চলেছে। প্রত্যেক বছরই পিপিসি এই বার্তাটিকে শক্তিশালী করে প্রতিষ্ঠিত করেছে যে পরীক্ষা শেষ নয় বরং একটি শুরু!
***
SKC/ML/PS
(Release ID: 2101217)
Visitor Counter : 20