উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক
পিএম-ডিভাইন (PM-DevINE) প্রকল্পের অধীনে কাজের বর্তমান অবস্থা
Posted On:
06 FEB 2025 4:19PM by PIB Agartala
২০২২ সালের অক্টোবর মাসে পিএম-ডিভাইন (PM-DevINE) প্রকল্পের সূচনার পর থেকে ৩১.০১.২০২৫ পর্যন্ত মোট ৩৬টি প্রকল্প অনুমোদিত হয়েছে, যে প্রকল্পগুলোর মোট অর্থমূল্য ₹৪৯২৭.২২ কোটি টাকা। এর মধ্যে দুটি প্রকল্প, যার অর্থমূল্য ₹১২১.২১ কোটি টাকা, সেগুলো ইতোমধ্যে সম্পন্ন হয়ে গেছে। পিএম-ডিভাইন (PM-DevINE) প্রকল্পের অধীনে অনুমোদিত প্রকল্পগুলির বর্তমান অবস্থা পরিশিষ্টে দেওয়া হল।
পিএম-ডিভাইন (PM-DevINE) প্রকল্পের অধীনে অনুমোদিত প্রকল্পগুলির মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন, যোগাযোগ এবং জীবিকা সম্পর্কিত প্রকল্পগুলি অন্তর্ভুক্ত রয়েছে, যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণের জন্য মৌলিক পরিষেবা উন্নত করে।
পরিশিষ্ট
"পিএম-ডিভাইন (PM-DevINE) প্রকল্পের অধীনে কাজের অবস্থা"
৩১.০১.২০২৫ তারিখে
ক্রম
|
প্রকল্পের নাম
|
রাজ্য সরকার/ এজেন্সি
|
বর্তমান অবস্থা
|
১
|
পশ্চিম সিকিমের পেলিং থেকে সাঙ্গা-চোলোইং পর্যন্ত যাত্রী রোপওয়ে সিস্টেমের জন্য গ্যাপ ফান্ডিং - মোট ১০৮.৩৯ কোটি টাকার মধ্যে ৬৩.৩৯ কোটি টাকা (৫৮%)
|
সিকিম
|
কাজ সম্পন্ন
|
২
|
দক্ষিণ সিকিমের ধাপের থেকে ভালেয়ধুংগা পর্যন্ত পরিবেশবান্ধব যাত্রী রোপওয়ে (ক্যাবল কার) এর জন্য গ্যাপ ফান্ডিং - মোট ২০৯.৫৭ কোটি টাকার মধ্যে ৫৭.৮২ কোটি টাকা (২৮%)
|
সিকিম
|
কাজ সম্পন্ন
|
৩
|
মিজোরামের বিভিন্ন জেলার বিভিন্ন স্থানে বাঁশের সংযোগ সড়ক নির্মাণের জন্য পাইলট প্রকল্প - (i) তুইরিয়াল বিমানবন্দর থেকে উত্তর চাল্টলাং (১৮ কিমি) ৩৩.৫৮ কোটি টাকায়; (ii) লেঙ্গপুই থেকে সাইফল ব্যাম্বু প্ল্যান্টেশন (৪১ কিমি) ৬৬.৪২ কোটি টাকায়
|
মিজোরাম
|
কাজ বরাদ্দ
|
৪
|
NECTAR আজীবিকা উন্নয়ন প্রকল্প (মাল্টি-স্টেট) - ভ্যালু-অ্যাডেড পণ্য তৈরির জন্য কলার পসুডো স্টেমের ব্যবহার
|
NECTAR
|
কাজ বরাদ্দ
|
৫
|
উত্তর-পূর্ব ভারতে বৈজ্ঞানিক জৈব কৃষির প্রচার (মাল্টি-স্টেট)
|
NECTAR
|
কাজ বরাদ্দ
|
৬
|
পূর্ব নাগাল্যান্ডের বিশেষ উন্নয়ন সম্পর্কিত আজীবিকা প্রকল্প (২২টি)
|
নাগাল্যান্ড
|
কাজ বরাদ্দ
|
৭
|
কামরূপ জেলার ২০টি স্কুলকে উৎকর্ষ কেন্দ্র হিসেবে রূপান্তর
|
আসাম
|
কাজ বরাদ্দ
|
৮
|
শিশু ও প্রাপ্তবয়স্ক হেমাটো-লিম্ফোইড ক্যান্সারের ব্যবস্থাপনার জন্য উত্তর-পূর্ব ভারতের গুয়াহাটিতে বিশেষ সেবার ব্যবস্থা
|
BBCI গুয়াহাটি
|
কাজ বরাদ্দ
|
৯
|
ত্রিপুরায় দূরবর্তী বাসস্থানগুলিতে নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহের জন্য ত্রিপুরা সরকারের বিদ্যুত দফতরের দ্বারা সৌর মাইক্রো গ্রিড স্থাপন
|
ত্রিপুরা
|
কাজ বরাদ্দ
|
১০
|
অসমের গুয়াহাটিতে মা কামাখ্যা অ্যাকসেস করিডর
|
আসাম
|
কাজ বরাদ্দ
|
১১
|
আসামের শিবসাগর জেলায় ১০০ আসনের মেডিকেল কলেজ নির্মাণ
|
আসাম
|
কাজ বরাদ্দ
|
১২
|
পশ্চিম গারো হিল জেলার তুরা-তে আইটি পার্ক নির্মাণ
|
মেঘালয়
|
কাজ বরাদ্দ
|
১৩
|
পশ্চিম ইম্ফল জেলায় মণিপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এমটিইউ) পরিকাঠামো নির্মাণ
|
মণিপুর
|
কাজ বরাদ্দ
|
১৪
|
ত্রিপুরার এজিএমসি এন্ড জিবিপি হাসপাতালে ২০০ শয্যার এমসিএইচ (মা ও শিশুর স্বাস্থ্য) উইং প্রতিষ্ঠা
|
ত্রিপুরা
|
কাজ বরাদ্দ
|
১৫
|
মাদকাসক্তদের জন্য সমন্বিত পুনর্বাসন কেন্দ্র স্থাপন
|
ত্রিপুরা
|
কাজ বরাদ্দ
|
১৬
|
বিদ্যমান ২ লেনের রাস্তার উন্নয়ন/প্রশস্তকরণ করে ৪ লেনের রাস্তায় রূপান্তর, যা এলজিবি আন্তর্জাতিক বিমানবন্দরকে সংযুক্ত করবে – ভিআইপি জংশন থেকে ধরাপুর জংশন পর্যন্ত, যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে:
(i) ধরাপুরে ৪ লেনের গ্রেড পৃথকীকৃত জংশন,
(ii) এসওএস জংশন থেকে বিদ্যমান টার্মিনাল ভবন পর্যন্ত ২ লেনের অতিরিক্ত রাস্তা, এবং
(iii) বিদ্যমান টার্মিনাল ভবন থেকে ২ লেনের অস্থায়ী বহির্গমন রাস্তা। (পিডব্লিউডি)
|
আসাম
|
কাজ বরাদ্দ
|
১৭
|
আগরতলায় একটি ডেন্টাল কলেজ স্থাপন
|
ত্রিপুরা
|
কাজ বরাদ্দ
|
১৮
|
নিউ শিলং টাউনশিপে নতুন ৪ লেনের রাস্তা নির্মাণ এবং বিদ্যমান ২ লেনের রাস্তা ৪ লেনে রূপান্তর, যার সঙ্গে থাকবে সাইকেল ট্র্যাক, ইউটিলিটি ডাক্ট, ফুটপাথ ইত্যাদি।
|
মেঘালয়
|
কাজ বরাদ্দ
|
১৯
|
ইম্ফলের মন্ত্রীপুখরিতে মণিপুর আইটি সেজ-এর প্রক্রিয়াজাতকরণ জোনের পরিকাঠামো উন্নয়ন
|
মণিপুর
|
কাজ বরাদ্দ
|
২০
|
মণিপুরে ৬০ শয্যার রাজ্য মানসিক হাসপাতাল নির্মাণ ও সজ্জিত করা
|
মণিপুর
|
কাজ বরাদ্দ
|
২১
|
আইজল বাইপাস রোডের পশ্চিম অংশ নির্মাণ
|
মিজোরাম
|
কাজ বরাদ্দ
|
২২
|
গুয়াহাটির টেক সিটিতে অন্যান্য সরকারি সংস্থার সহযোগিতায় ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার (ইএমসি)-এ একটি ডিজিটাল ডিজাইন ও থ্রি-ডি প্রিন্টিং সেন্টার অফ এক্সেলেন্স স্থাপনের প্রস্তাব
|
AMTRON
|
কাজ বরাদ্দ
|
২৩
|
নাগাল্যান্ডে টিট্রংসে-ডিমাপুরে সংশ্লিষ্ট লাইন সহ ২২০/১৩২ কেভি (২x১০০ এমভিএ) এবং ১৩২/৩৩ কেভি (২x৫০ এমভিএ) সাব-স্টেশন নির্মাণ
|
নাগাল্যান্ড
|
কাজ বরাদ্দ
|
২৪
|
দক্ষিণ সিকিমের ভালেয়ধুংগায় স্কাইওয়াক প্রকল্প
|
সিকিম
|
কাজ বরাদ্দ
|
২৫
|
পশ্চিম সিকিমে সিংসোর ব্রিজকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করতে গ্লাস স্কাইওয়াক ব্রিজে রূপান্তরিত করা
|
সিকিম
|
কাজ বরাদ্দ
|
২৬
|
অরুণাচল প্রদেশের ইটানগরে রাজ্য ক্যান্সার ইনস্টিটিউট স্থাপন
|
অরুণাচল প্রদেশ
|
কাজ বরাদ্দ
|
২৭
|
ধনমঞ্জুরি বিশ্ববিদ্যালয়ের (ডিএমইউ) পরিকাঠামো উন্নয়ন
|
মণিপুর
|
কাজ বরাদ্দ
|
২৮
|
পলিটেকনিকগুলিতে শিক্ষাগত পরিকাঠামো/সুবিধার উন্নয়ন
|
নাগাল্যান্ড
|
কাজ বরাদ্দ
|
২৯
|
CIHSR এর রেডিয়েশন অনকোলজি সেন্টারের উন্নয়ন
|
নাগাল্যান্ড
|
কাজ বরাদ্দ
|
৩০
|
আসামের গুয়াহাটিতে ড. বি. বড়ুয়া ক্যান্সার ইনস্টিটিউটে (বিবিসিআই) একটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার স্থাপন
|
বিবিসিআই গুয়াহাটি
|
কাজ বরাদ্দ
|
৩১
|
মণিপুরের বিশ্ববিখ্যাত লংপি ব্ল্যাক পটারি শিল্পের প্রচারের জন্য একটি শিল্প-গ্রাম স্থাপন
|
NEHHDC
|
কাজ বরাদ্দ
|
৩২
|
ইম্ফল ইস্ট-এর ওয়াখায় মণিপুর ইউনিভার্সিটি অব কালচারের পরিকাঠামো উন্নয়ন
|
মণিপুর
|
কাজ বরাদ্দ হয়নি
|
৩৩
|
মেঘালয়ের সোহরার মাওকডক এলাকায় স্কাইওয়াক এবং ট্যুরিস্ট হাব নির্মাণ
|
মেঘালয়
|
কাজ বরাদ্দ হয়নি
|
৩৪
|
মণিপুরের দূরবর্তী ও পাহাড়ি জেলার জন্য সুপার স্পেশালিটি এবং নিশ্চিত বিশেষজ্ঞ স্বাস্থ্যপরিষেবা প্রদান (পরিকাঠামো ও সরঞ্জাম)
|
মণিপুর
|
কাজ বরাদ্দ হয়নি
|
৩৫
|
পূর্ব সিকিমের শিচে এলাকায় বার্ষিক ১০০ শিক্ষার্থীর ভর্তির জন্য মেডিকেল কলেজের গ্যাপ ফান্ডিং
|
সিকিম
|
কাজ বরাদ্দ
|
৩৬
|
মেঘালয়ের শিলংয়ে ‘শিলং পিক রোপওয়ে প্রজেক্টে’ যাত্রী-রোপওয়ের গ্যাপ ফান্ডিং
|
মেঘালয়
|
কাজ বরাদ্দ হয়নি
|
AMTRON: আসাম ইলেকট্রনিকস ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড।
BBCI: ড. ভূবনেশ্বর বড়ুয়া ক্যান্সার ইনস্টিটিউট।
NECTAR: নর্থ-ইস্ট সেন্টার ফর টেকনোলজি এপ্লিকেশন এন্ড রিচ।
NEHHDC: উত্তরপূর্বাঞ্চল হস্তশিল্প ও হস্ততাঁত উন্নয়ন কর্পোরেশন লিমিটেড।
রাজ্য সভায় আজ উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার লিখিত উত্তরে এই তথ্য প্রদান করেছেন।
***
SKC/ADK/KMD
(Release ID: 2100560)
Visitor Counter : 45