উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক
azadi ka amrit mahotsav

পিএম-ডিভাইন (PM-DevINE) প্রকল্পের অধীনে কাজের বর্তমান অবস্থা

Posted On: 06 FEB 2025 4:19PM by PIB Agartala

২০২২ সালের অক্টোবর মাসে পিএম-ডিভাইন (PM-DevINE) প্রকল্পের সূচনার পর থেকে ৩১.০১.২০২৫ পর্যন্ত মোট ৩৬টি প্রকল্প অনুমোদিত হয়েছে, যে প্রকল্পগুলোর মোট অর্থমূল্য ₹৪৯২৭.২২ কোটি টাকা। এর মধ্যে দুটি প্রকল্প, যার অর্থমূল্য ₹১২১.২১ কোটি টাকা, সেগুলো ইতোমধ্যে সম্পন্ন হয়ে গেছে। পিএম-ডিভাইন (PM-DevINE) প্রকল্পের অধীনে অনুমোদিত প্রকল্পগুলির বর্তমান অবস্থা পরিশিষ্টে দেওয়া হল।

পিএম-ডিভাইন (PM-DevINE) প্রকল্পের অধীনে অনুমোদিত প্রকল্পগুলির মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন, যোগাযোগ এবং জীবিকা সম্পর্কিত প্রকল্পগুলি অন্তর্ভুক্ত রয়েছে, যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণের জন্য মৌলিক পরিষেবা উন্নত করে।

পরিশিষ্ট

"পিএম-ডিভাইন (PM-DevINE) প্রকল্পের অধীনে কাজের অবস্থা"

 

৩১.০১.২০২৫ তারিখে

ক্রম

প্রকল্পের নাম

রাজ্য সরকার/ এজেন্সি

বর্তমান অবস্থা

পশ্চিম সিকিমের পেলিং থেকে সাঙ্গা-চোলোইং পর্যন্ত যাত্রী রোপওয়ে সিস্টেমের জন্য গ্যাপ ফান্ডিং - মোট ১০৮.৩৯ কোটি টাকার মধ্যে ৬৩.৩৯ কোটি টাকা (৫৮%)

সিকিম

কাজ সম্পন্ন

দক্ষিণ সিকিমের ধাপের থেকে ভালেয়ধুংগা পর্যন্ত পরিবেশবান্ধব যাত্রী রোপওয়ে (ক্যাবল কার) এর জন্য গ্যাপ ফান্ডিং - মোট ২০৯.৫৭ কোটি টাকার মধ্যে ৫৭.৮২ কোটি টাকা (২৮%)

সিকিম

কাজ সম্পন্ন

মিজোরামের বিভিন্ন জেলার বিভিন্ন স্থানে বাঁশের সংযোগ সড়ক নির্মাণের জন্য পাইলট প্রকল্প - (i) তুইরিয়াল বিমানবন্দর থেকে উত্তর চাল্টলাং (১৮ কিমি) ৩৩.৫৮ কোটি টাকায়; (ii) লেঙ্গপুই থেকে সাইফল ব্যাম্বু প্ল্যান্টেশন (৪১ কিমি) ৬৬.৪২ কোটি টাকায়

মিজোরাম

কাজ বরাদ্দ

NECTAR আজীবিকা উন্নয়ন প্রকল্প (মাল্টি-স্টেট) - ভ্যালু-অ্যাডেড পণ্য তৈরির জন্য কলার পসুডো স্টেমের ব্যবহার

NECTAR

কাজ বরাদ্দ

উত্তর-পূর্ব ভারতে বৈজ্ঞানিক জৈব কৃষির প্রচার (মাল্টি-স্টেট)

NECTAR

কাজ বরাদ্দ

পূর্ব নাগাল্যান্ডের বিশেষ উন্নয়ন সম্পর্কিত আজীবিকা প্রকল্প (২২টি)

নাগাল্যান্ড

কাজ বরাদ্দ

কামরূপ জেলার ২০টি স্কুলকে উৎকর্ষ কেন্দ্র হিসেবে রূপান্তর

আসাম

কাজ বরাদ্দ

শিশু ও প্রাপ্তবয়স্ক হেমাটো-লিম্ফোইড ক্যান্সারের ব্যবস্থাপনার জন্য উত্তর-পূর্ব ভারতের গুয়াহাটিতে বিশেষ সেবার ব্যবস্থা  

BBCI গুয়াহাটি

কাজ বরাদ্দ

ত্রিপুরায় দূরবর্তী বাসস্থানগুলিতে নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহের জন্য ত্রিপুরা সরকারের বিদ্যুত দফতরের দ্বারা সৌর মাইক্রো গ্রিড স্থাপন   

ত্রিপুরা

কাজ বরাদ্দ

১০

অসমের গুয়াহাটিতে মা কামাখ্যা অ্যাকসেস করিডর

আসাম

কাজ বরাদ্দ

১১

আসামের শিবসাগর জেলায় ১০০ আসনের মেডিকেল কলেজ নির্মাণ

আসাম

কাজ বরাদ্দ

১২

পশ্চিম গারো হিল জেলার তুরা-তে আইটি পার্ক নির্মাণ

মেঘালয়

কাজ বরাদ্দ

১৩

পশ্চিম ইম্ফল জেলায় মণিপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এমটিইউ) পরিকাঠামো নির্মাণ

মণিপুর

কাজ বরাদ্দ

১৪

ত্রিপুরার এজিএমসি এন্ড জিবিপি হাসপাতালে ২০০ শয্যার এমসিএইচ (মা ও শিশুর স্বাস্থ্য) উইং প্রতিষ্ঠা

ত্রিপুরা

কাজ বরাদ্দ

১৫

মাদকাসক্তদের জন্য সমন্বিত পুনর্বাসন কেন্দ্র স্থাপন

ত্রিপুরা

কাজ বরাদ্দ

১৬

বিদ্যমান ২ লেনের রাস্তার উন্নয়ন/প্রশস্তকরণ করে ৪ লেনের রাস্তায় রূপান্তর, যা এলজিবি আন্তর্জাতিক বিমানবন্দরকে সংযুক্ত করবে – ভিআইপি জংশন থেকে ধরাপুর জংশন পর্যন্ত, যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে:

(i) ধরাপুরে ৪ লেনের গ্রেড পৃথকীকৃত জংশন,

(ii) এসওএস জংশন থেকে বিদ্যমান টার্মিনাল ভবন পর্যন্ত ২ লেনের অতিরিক্ত রাস্তা, এবং

(iii) বিদ্যমান টার্মিনাল ভবন থেকে ২ লেনের অস্থায়ী বহির্গমন রাস্তা। (পিডব্লিউডি)

আসাম

কাজ বরাদ্দ

১৭

আগরতলায় একটি ডেন্টাল কলেজ স্থাপন

ত্রিপুরা

কাজ বরাদ্দ

১৮

নিউ শিলং টাউনশিপে নতুন ৪ লেনের রাস্তা নির্মাণ এবং বিদ্যমান ২ লেনের রাস্তা ৪ লেনে রূপান্তর, যার সঙ্গে থাকবে সাইকেল ট্র্যাক, ইউটিলিটি ডাক্ট, ফুটপাথ ইত্যাদি।

মেঘালয়

কাজ বরাদ্দ

১৯

ইম্ফলের মন্ত্রীপুখরিতে মণিপুর আইটি সেজ-এর প্রক্রিয়াজাতকরণ জোনের পরিকাঠামো উন্নয়ন  

মণিপুর

কাজ বরাদ্দ

২০

মণিপুরে ৬০ শয্যার রাজ্য মানসিক হাসপাতাল নির্মাণ ও সজ্জিত করা

মণিপুর

কাজ বরাদ্দ

২১

আইজল বাইপাস রোডের পশ্চিম অংশ নির্মাণ

মিজোরাম

কাজ বরাদ্দ

২২

গুয়াহাটির টেক সিটিতে অন্যান্য সরকারি সংস্থার সহযোগিতায় ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার (ইএমসি)-এ একটি ডিজিটাল ডিজাইন ও থ্রি-ডি প্রিন্টিং সেন্টার অফ এক্সেলেন্স স্থাপনের প্রস্তাব

AMTRON

কাজ বরাদ্দ

২৩

নাগাল্যান্ডে টিট্রংসে-ডিমাপুরে সংশ্লিষ্ট লাইন সহ ২২০/১৩২ কেভি (২x১০০ এমভিএ) এবং ১৩২/৩৩ কেভি (২x৫০ এমভিএ) সাব-স্টেশন নির্মাণ

নাগাল্যান্ড

কাজ বরাদ্দ

২৪

দক্ষিণ সিকিমের ভালেয়ধুংগায় স্কাইওয়াক প্রকল্প

সিকিম

কাজ বরাদ্দ

২৫

পশ্চিম সিকিমে সিংসোর ব্রিজকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করতে গ্লাস স্কাইওয়াক ব্রিজে রূপান্তরিত করা

সিকিম

কাজ বরাদ্দ

২৬

অরুণাচল প্রদেশের ইটানগরে রাজ্য ক্যান্সার ইনস্টিটিউট স্থাপন

অরুণাচল প্রদেশ

কাজ বরাদ্দ

২৭

ধনমঞ্জুরি বিশ্ববিদ্যালয়ের (ডিএমইউ) পরিকাঠামো উন্নয়ন

মণিপুর

কাজ বরাদ্দ

২৮

পলিটেকনিকগুলিতে শিক্ষাগত পরিকাঠামো/সুবিধার উন্নয়ন

নাগাল্যান্ড

কাজ বরাদ্দ

২৯

CIHSR এর রেডিয়েশন অনকোলজি সেন্টারের উন্নয়ন

নাগাল্যান্ড

কাজ বরাদ্দ

৩০

আসামের গুয়াহাটিতে ড. বি. বড়ুয়া ক্যান্সার ইনস্টিটিউটে (বিবিসিআই) একটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার স্থাপন

বিবিসিআই  গুয়াহাটি

কাজ বরাদ্দ

৩১

মণিপুরের বিশ্ববিখ্যাত লংপি ব্ল্যাক পটারি শিল্পের প্রচারের জন্য একটি শিল্প-গ্রাম স্থাপন

NEHHDC

কাজ বরাদ্দ

৩২

ইম্ফল ইস্ট-এর ওয়াখায় মণিপুর ইউনিভার্সিটি অব কালচারের পরিকাঠামো উন্নয়ন

মণিপুর

কাজ বরাদ্দ হয়নি

৩৩

মেঘালয়ের সোহরার মাওকডক এলাকায় স্কাইওয়াক এবং ট্যুরিস্ট হাব নির্মাণ

মেঘালয়

কাজ বরাদ্দ হয়নি

৩৪

মণিপুরের দূরবর্তী ও পাহাড়ি জেলার জন্য সুপার স্পেশালিটি এবং নিশ্চিত বিশেষজ্ঞ স্বাস্থ্যপরিষেবা প্রদান (পরিকাঠামো ও সরঞ্জাম)

মণিপুর

কাজ বরাদ্দ হয়নি

৩৫

পূর্ব সিকিমের শিচে এলাকায় বার্ষিক ১০০ শিক্ষার্থীর ভর্তির জন্য মেডিকেল কলেজের গ্যাপ ফান্ডিং

সিকিম

কাজ বরাদ্দ

৩৬

মেঘালয়ের শিলংয়ে ‘শিলং পিক রোপওয়ে প্রজেক্টে’   যাত্রী-রোপওয়ের গ্যাপ ফান্ডিং

মেঘালয়

কাজ বরাদ্দ হয়নি

AMTRON: আসাম ইলেকট্রনিকস ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড।

BBCI: ড. ভূবনেশ্বর বড়ুয়া ক্যান্সার ইনস্টিটিউট।

NECTAR: নর্থ-ইস্ট সেন্টার ফর টেকনোলজি এপ্লিকেশন এন্ড রিচ।

NEHHDC: উত্তরপূর্বাঞ্চল হস্তশিল্প ও হস্ততাঁত উন্নয়ন কর্পোরেশন লিমিটেড।

 রাজ্য সভায় আজ উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার লিখিত উত্তরে এই তথ্য প্রদান করেছেন।

***

SKC/ADK/KMD


(Release ID: 2100560) Visitor Counter : 45
Read this release in: English